সুনামগঞ্জে ভারতীয় বিড়ি ও কয়লাসহ ৭টি নৌকা আটক

    0
    201

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৮অক্টোবরঃ সুনামগঞ্জ জেলার দুই উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় নাসির উদ্দিন বিড়ি ও কয়লাসহ ৭টি নৌকা আটক করা হয়েছে। বিজিবি ও স্থানীয়রা জানায়,গতকাল বুধবার ভোররাতে বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্তের ১২০৯পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে পাচাঁরের সময় প্রায় ২১হাজার টাকা মূল্যের ৮শত ৩৫প্যাকেট নাসির উদ্দিন আটক করা হয়।

    অন্যদিকে তাহিরপুর উপজেলার লাউড়গড় সীমান্তের ১২০৩পিলার সংলগ্ন যাদুকাটা নদী দিয়ে চোরাচালানী আজাদ, সাজ্জাদ,নুরু মিয়া,ফরিদ মিয়া,নবীকুল ও আব্দুল গফ্ফারের নেতৃত্বে কয়লা পাচাঁরের সময় ৬টন ভারতীয় চোরাই কয়লাসহ ৭টি বারকী নৌকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য ২লক্ষ টাকা। কিন্তু কাউকে আটক করতে পারেনি বিজিবি।

    এছাড়া তাহিরপুর উপজেলার বারেকটিলা,রাজাই,চানপুর,বুরুঙ্গাছড়া,টেকেরঘাট,লাকমা,লালঘাট,বাশতলা,জঙ্গলবাড়ি ও বাগলি এলাকা দিয়ে কয়লা,মদ,গাঁজা ও চুনাপাথার পাচাঁর হচ্ছে।

    এব্যাপারে সুনামগঞ্জ ৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন মালামাল আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,সীমান্ত চোরাচালান প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।