সুনামগঞ্জে ভারতীয় ঘোড়া,কয়লা ও কাঠসহ নৌকা আটক

    0
    235

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩০আগস্ট,মোজাম্মেল আলম ভূঁইয়াঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুরে অভিযান চালিয়ে ভারতীয় ৩টি ঘোড়া,কয়লা ও কাঠসহ ২টি নৌকা আটক করেছে বিজিবি। আটককৃত মালামালের মূল্যে ২লক্ষ টাকা।

    বিজিবি ও স্থানীয়রা জানায়, গতকাল রোববার ভোর ৪টায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউরগড় সীমান্তের ১২০৩এর ৪এস পিলার সংলগ্ন সায়দাবাদ এলাকা দিয়ে ভারত থেকে চোরাচালানী আজাদ মিয়ার নেতৃত্বে ১লক্ষ টাকা মূল্যের ৩টি ঘোড়া পাচাঁর করার সময় আটক করা হয়।

    অন্যদিকে একই সীমান্তের ১২০৩পিলার সংলগ্ন যাদুকাটা নদী দিয়ে চোরাচালানী সাজ্জাদ মিয়ার নেতৃত্বে ভারত থেকে কয়লা ও গাছ পাচাঁরের সময় আরো ১লক্ষ টাকা মূল্যের ২টি বারকি নৌকাসহ দেড় টন চোরাই কয়লা ও ২৬.৩৯ ঘনফুট ভারতীয় গোলকাঠ উদ্ধার আটক করা হয়।

    সুনামগঞ্জ ৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন অবৈধ মালামাল আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাচালানীদের আটক করা সম্ভব হয়নি কারণ বিজিবি উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে সবাই দৌড়ে পালিয়ে যায়।