সুনামগঞ্জে ব্যারিস্টার সুমনের ওপর মামলা প্রত্যাহারের দাবি

    0
    497
    সুনামগঞ্জ প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল পরিচিত সমাজকর্মী ব্যারিস্টার সায়েদুল হক সুমনের ওপর দায়ের কৃত মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার(২৪ জুলা)দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সামনে সচেতন নাগরিক পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    সচেতন নাগরিক পরিষদের আহবায়ক ও লক্ষীপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সোহেল আহমদ মিন্টু’র সভাপতিত্বে ও শিক্ষক জাকির হোসেন এর পরিচালনায় ব্যারিস্টার সায়েদুল হক সুমনের ওপর দায়ের কৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন,দোয়ারাবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মুক্তিযোদ্ধা মোঃ শফর আলী, সচেতন নাগরিক পরিষদের যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, শিক্ষক জসিম উদ্দিন দূর্জয়, সমুজ আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ সাইদুল ইসলাম, ছাত্রলীগ নেতা তাহের আহমদ মন্টি, আলিম উদ্দিন পলাশ, ইয়াকুব আলী, হুমায়ন ফরিদ, উপস্থিত ছিলেন ইউপি সদস্য তমিজ উদ্দিন, সালেহা বেগম, সমাজকর্মী আব্দুল মালেক, জহিরুল ইসলাম, বাংলাবাজার ব্যবসায়ি সমিতির নেতা সফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা জয়নাল, রাসেদ, আমির হুসেন, রফিক, মিলন, হালিম, কবির, জাহীঙ্গীর, শফর আলী প্রমুখ।
    বক্তারা বলেন, ‘ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন একজন দেশপ্রেমিক ও সাদামনের মানুষ। তার ওপর ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দিয়ে কিছু কুচক্রী মহল নোংরা রাজনীতিতে মেতে উঠেছে। তারা মূলত এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়।’
    এসময় বক্তারা ব্যারিস্টার সুমনের ওপর থেকে অভিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান অন্যথায় আগামীতে দেশব্যাপী গণ আন্দোলন করবেন বলে হুশিয়ারি দেন।