সুনামগঞ্জে বাস চাপায় শিশুঃহবিগঞ্জে মা ছেলেসহ তিনজনের মৃত্যু

    0
    233

    আমারসিলেট24ডটকম,১৬মে,মোজাম্মেল আলম ভূঁইয়াঃ সুনামগঞ্জে বাসা চাপায় মুন্নি আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বগলাখাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটায় সময় সুনামগঞ্জ থেকে দিরাইগামী যাত্রীবাহী বাস রাস্তা পারাপারের সময় শিশু মুন্নি আক্তারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় পর উত্তেজিত জনতা ঘাতক বাসটি আটক করে। এ সময় চালক পালিয়ে যায়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল-আমিন এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    অপরদিকে হবিগঞ্জের আজমিরীগঞ্জের কোদালিয়া নদীতে নৌকা ডুবে মা ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছেন।নিহতরা হলেন, জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের মীরেরহাটি গ্রামেরআক্কাছ আলীর স্ত্রী মকসুদা আক্তার (৫৫) ও তার ছেলে এরশাদ আলী (২২) ওশিবপাশা গ্রামের জাহেদা খাতুন (৬০)।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার সন্ধ্যায় প্রচণ্ড ঝড়ের সময়নিহতরা একটি ধানের খোলা থেকে আশ্রয়ের জন্য কোদালিয়া নদীতে বাঁধা অবস্থায়একটি ইঞ্চিনচালিত নৌকায় আশ্রয় নেয়। প্রচণ্ড ঝড়ে নৌকাটি ডুবে গেলেঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ তাদের লাশউদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।