সুনামগঞ্জে পৃথক স্থানে তিন শিশু নিহত,আহত হয়েছে ৫ জন

    0
    554

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জেলার দক্ষিন সুনামগঞ্জ ১শিশু ও ধর্মপাশা উপজেলায় দুই শিশুসহ তিন শিশু নিহত হয়েছে। নিহতরা হলেন,জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তরবীর গ্রামের বাপ্পী মিয়ার ছেলে মোদাক্কির (৩) ও একেই গ্রামের আরিফ মিয়ার মেয়ে মোস্তাহার বেগম (২)। আপর জন হলেন,দক্ষিন সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইনাতনগর গ্রামের করন আলীর ছেলে মোহাম্দ লিলু মিয়া (১০)।

    স্থানীয় সুত্রে জানাযায়,জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তর বীর গ্রামের বাপ্পী মিয়ার ছেলে মোদাক্কির (৩) ও একেই গ্রামের আরিফ মিয়ার মেয়ে মোস্তাহার বেগম (২) বিকালে বাড়ির উঠানে ফুট বল দিয়ে খেলা করছিল।

    খেলার এক ফাঁকে বাড়ির পাশে ডোবায় পড়ে যায়। উঠানে দুইজন কে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজ খোঁজি শুরু করলে একপ্রর্যায়ে বাড়ির পাশের ডোবায় ১ঘন্টা খানেক পরে ডোবা থেকে লাশ উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারগন তাকে মৃত ঘোষনা করেন।

    অপর দিকে,জেলার দক্ষিন সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইনাতনগর গ্রামের করন আলীর ছেলে মোহাম্মদ লিলু মিয়া(১০)সহ কয়েকজন ইনাতনগর এলাকায় বিকালে সুনামগঞ্জ-সিলেট সড়ক পাড়ি দিতে রাস্তার পাশে দাড়িয়ে থাকে। এসময় হঠ্যাৎ করে সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি বাস এসে লিলু মিয়াকে ধাক্ষা মারে এতে ঘটনাস্থলেই মারা যায়।

    এই সময় আতিকুর রহমানসহ ৫জন আহত হয়। স্থানীয় জনতা তাদের উদ্ধার করে। ঘটনার পরপর ঘাতক বাস চালক বাস রেখে পালিয়ে যায়। পৃথক দুটি ঘটনার ধর্মপাশা থানার ওসি ও দক্ষিন সুনামগঞ্জ থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।