সুনামগঞ্জে পুলিশ ও চোর সংর্ঘষে আহত-১০,আসামী ছিনতাই

    0
    331

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৩নভেম্বর,সুনামগঞ্জ প্রতিনিধি:  সুনামগঞ্জের ছাতক উপজেলায় আন্তঃ জেলা মোটর সাইকেল চোর সিন্ডিকেটের তিন সদস্যকে শুক্রবার বিকালে অভিযান চালিয়ে আটক করে পুলিশ। আটককৃতদের পুলিশ কাছ থেকে ছাড়িয়ে নিতে চোর সিন্ডিকের সদস্যদের সাথে পুলিশের সংর্ঘষ হয়। এঘটনায় আহত হয়েছে দশজন পথচারী। স্থানীয় সুত্রে জানাযায়,আজ শুক্রবার বিকালে ছাতক উপজেলার জটি গ্রামের আব্দুল হদিসের পুত্র আব্দুল মোমিনের মোটর সাইকেল বারগোপি বাড়ির মৃত চেরাগ আলীর পুত্র লায়েকের বাড়ি থেকে চোর সিন্ডিকের সদস্যরা গবিন্দগঞ্জ নেওয়ার পথে বটেরখাল পার হয়ে বগাইন গ্রামে পৌছালে বগাইন গ্রামের খালেদ মিয়া তার নিজ বাড়িতে ফেরার পথে তাদের পথরোধ করলে চোররা মটর সাইকেল রেখে পালিয়ে যায়।

    খবর পেয়ে পুলিশ মটর সাইকেল উদ্ধার করে। পরে এলাকাবাসীর তথ্য ও অভিযোগের ভিত্তিত্বে অভিযান চালিয়ে বিকালে আন্তজেলা চোর সিন্ডিকেটের সদস্য ছাতক উপজেলা বগাইন গ্রামের মখদ্দুছ আলীর পুত্র রিপন (২৫) ও সরিষাপুর গ্রামের ছাত্তার আলীর পুত্র আবুল লেইছ (২৭)কে আটক করা হয়। এদের কাছ থেকে তথ্য নিয়ে এই সিন্ডিকেটের আরেক সদস্য বিশ্বনাথ উপজেলার শেখেরগাঁও গ্রামের বাদশা মিয়াকে আটক করে পুলিশ। এই খবর পেয়ে আন্তঃ জেলা চোর সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা একত্রিত হয়ে আটককৃতদের ছাড়িয়ে নিতে সিঙ্গেরকাচ বাজারে দিয়ে পুলিশ আটক আসামীদের থানায় নিয়ে আসার পথে পুলিশের উপর হামলা চালায়।

    এসময় পুলিশ ও চোর সিন্ডিকেটের সদস্যদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছে দশজন পথচারী। এসময় পুলিশের হাতে আটককৃত বাদশা মিয়াকে ছিনিয়ে নিয়ে যায় চোর সিন্ডিকেটের সদস্যরা। এঘটনায় এলাকায় চা লের সৃষ্টি হয়েছে। আরো একাধিক সুত্রে জানাযায়,রিপন,আবুল লেইছ ও লায়েকের নেতৃত্বে একটি শক্তিশালী মোটর সাইকেল চোর সিন্ডিকেট র্দীঘ দিন ধরেই মটর সাইকেল চুরি করে আসছে বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। ছাতক থানার ওসি আতিকুর রহমান আসামী পালিয়ে যাওয়ার কথা অস্বীকার করে জানান,একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে এবং এর সাথে জরিত থাকার অভিযোগে দু জনকে আটক করা হয়েছে। বাদশা মিয়া একটি মামলার আসামী তাকে আটক করা হয় নি।

    উল্লেখ্য,গত ৩০অক্টোবর ছাতক উপজেলার জটি গ্রামের আব্দুল হদিসের পুত্র আব্দুল মোমিনের একটি পিভিএস মোটর সাইকেল ঘরের তালা ভেঙ্গে,৩১অক্টোবর লক্ষী পাশা গ্রামের মৃত আছকন্দর আলীর পুত্র আবু জাহিদের একটি পালসার মোটর সাইকেল ঘরের বারান্দার গ্রীল ভেঙ্গে ও মঈনপুর গ্রামের সাবেক মেম্বার নজরুল ইসলামের পুত্র মোহাম্মদ আলীর মোটর সাইকেল চুরি হয়। এসব চুরির গাড়ী বারগোপি বাড়ির মৃত চেরাগ আলীর পুত্র লায়েক মিয়ার বাড়িতে মজুত রাখা হয়।

    বৃহস্পতিবার মধ্য রাতে লায়েক মিয়ার গুদামে চুরিকৃত মোটর সাইকেল ভাগবাটোয়ারা করে বিক্রির জন্য বিভিন্ন এলাকায় নিয়ে যায়।
    জাহাঙ্গীর আলম ভুঁইয়া