সুনামগঞ্জে ঝড় ও শিলায় ব্যাপক ক্ষতি

    0
    233
    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০২এপ্রিল: সুনামগঞ্জের দিরাইয়ে কালবৈশাখী ঝড় ও  শিলা বৃষ্টিতে উঠতি বোরো ফসল ও বাড়ি-ঘরের টিনের চালার ব্যাপক ক্ষতি হয়েছে।

    স্থানীয় কৃষি অফিসের উপ-সহকারি কৃষি কর্মকর্তা রনধীর চৌধুরী ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা জানিয়েছেন, গতকাল বুধবার বেলা আড়াইটায় কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টি হয়। এতে উপজেলার জগদল, করিমপুর, ভাটিপাড়া ও রফিনগর ইউনিয়নের আওতাধীন চাপতি, আয়লা সাউডা ও ফাগনার হাওরের উঠতি বোরো ফসল ও বাড়ি-ঘরের টিনের চালা ক্ষতিগ্রস্থ হয়েছে তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতি নিরূপন করা যায়নি।

    ভাটিপাড়া ইউনিয়নে  শিলাবৃষ্টির প্রচন্ড আঘাতে সহস্রাধিক কাচা ঘর-বাড়ির টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে। জগদল ইউনিয়নের অবস্থাও একই বলে জানান ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম।