সুনামগঞ্জে কয়লা বোঝাই ৯টি নৌকা ও কক্কাসহ আটক-২

    0
    298

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১০সেপ্টেম্বর: সুনামগঞ্জের দুই উপজেলা সীমান্ত থেকে কয়লা বোঝাই ৯টি নৌকা ও ১টি দেশী কক্কাসহ ২জনকে আটক করেছে বিজিবি। আটককৃত মালামালের মূল্য ১২লক্ষ ৩০হাজার টাকা। বিজিবি ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ৮টায় জেলার তাহিরপুর উপজেলার লাউড়গড় সীমান্তে ১২০৩এর ৩এস পিলার সংলগ্ন যাদুকাটা নদী দিয়ে চোরাচালানী ও চাঁদাবাজি মামলার আসামী আজাদ মিয়ার নেতৃত্বে ভারত থেকে কয়লা পাচাঁরের সময় ৫টন অবৈধ কয়লা বোঝাই ৯টি বারকি নৌকা আটক করা হয়। যার মূল্য ২লক্ষ ৩০হাজার টাকা। কিন্তু কোন লোক আটক করতে পারেনি।

    অন্যদিকে দোয়ারাবাজার সীমান্তের বোগলা বাজার সীমান্তের ১২২৮নং পিলার সংলগ্ন ইদুকোনা এলাকা থেকে ইসব মিয়া ও করম আলী নামের ২জন চোরাচালানীসহ ১টি দেশীয় কক্কা আটক করা হয়। আটককৃত কক্কার মূল্য ১০লক্ষ টাকা।

    পরবর্তীতে এই প্রাণীটি উপজেলা নির্বাহী কর্মকর্তা,ওসি ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে দোয়ারাবাজার ফরেষ্ট অফিসার কর্তৃক বনে অবমুক্ত করা হয়। সুনামগঞ্জ ৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    উল্লেখ্য,গত বুধবার সকালে লাউড়গড় সীমান্তের যাদুকাটা নদী দিয়ে কয়লা পাচাঁর করার সময় মাহিনুর মিয়া নামের এক বারকি শ্রমিককে ধরে নিয়ে যায় ভারতীয় বিএসএফ।