সুনামগঞ্জে এনডিএফ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    0
    220

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৫ফেব্রুয়ারীঃ সাম্রাজ্যবাদ-সামন্তবাদ বিরোধী জাতীয় গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার প্রত্যয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ’র ২৮-তম প্রতিষ্ঠাবার্ষিকী সুনামগঞ্জে পালিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ৫ ফেব্রুয়ারি বিকাল ৫ টার সময় শহরের জামাইপাড়াস্থ হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    জেলা এনডিএফ’র আহবায়ক বাদল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এনডিএফ নেতা বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি এডভোকেট নিরঞ্জন তালুকদার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বারকি শ্রমিকনেতা নাসির মিয়া, জাতীয় ছাত্রদলের সাবেক নেতা সদরুল ইসলাম, হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারী শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি মইনুল হক রনি, সাধারণ সম্পাদক লিলু মিয়া, বারকি শ্রমিক সংঘের কোষাধ্যক্ষ আব্দুল কাদির, ট্রেড ইউনিয়ন সংঘের সদস্য বিনন্দ কর, মহিবুর রহমান প্রমূখ। সভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ প্রকাশ করে সাম্রাজ্যবাদ ও তার দালালদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদ বিরোধী সকল দেশ প্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

    দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থল সংযোগ সেতু এবং প্রশান্ত ও ভারত মহাসাগরের সংযোগকারী মালাক্কাপ্রণালী সংলগ্ন বঙ্গোপসাগরীয় দেশ হিসেবে বাংলাদেশের ভূ-রাজনৈতিক ও রণনীতিগত গুরুত্বের প্রেক্ষিতে মার্কিন সাম্রাজ্যবাদ যেমন তার প্রাধান্য অব্যাহত রাখতে চায় তেমনি সাম্রাজ্যবাদী রাশিয়া ও পুঁজিবাদী চীন তাদের প্রাধান্য প্রতিষ্ঠা করতে চায়। আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বের প্রেক্ষিতে বাংলাদেশ প্রশ্নে ছাড় দেওয়ার উপায় তাদের নেই। তাই চলমান সন্ত্রাস ও নৈরাজিক পরিস্থিতির সমাধান না হয়ে আকাঁবাঁকা গতিপথে জটিল রূপে অগ্রসর হচ্ছে।

    বক্তারা দেশের সকল সমস্যার সমাধানের জন্য সাম্রাজ্যবাদ-সামন্তবাদ বিরোধী জাতীয় গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি