সুনামগঞ্জে ইয়াবা সেবনের দায়ে আইনজীবিসহ দুজনের কারাদন্ড

    0
    245

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে ইয়াবা সেবনের দায়ে জুডিসিয়ার ম্যাজিষ্ট্রেট আদালতের এক এপিপিসহ দুজনকে ৩মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকাল ৬টায় জেলা প্রশাসকের কার্য্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শাকিল আহমদ এই রায় দেন।
    দন্ডপ্রাপ্ত্যরা হলেন,সুনামগঞ্জ জুডিসিয়ার ম্যাজিষ্ট্রেট আদালতের এপিপি আমিরুল হক এনাম (৩৫)। তিনি জেলা সদরের মোহাম্মদপুর এলাকার বাসীন্দা ও সুনামগঞ্জ বড়পাড়ার আহমদ আলীর ছেলে তাজ আলী (৩০)।
    জানা যায়,সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিচালক সাজেদুল হাসান জানান,সোমবার বিকালে জেলা প্রশাসকের কার্য্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শাকিল আহমদ এর উপস্থিতিতে সুনামগঞ্জ মডেল থানা পুলিশের সহযোগীতায় সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রিট আদালতের এপিপি আমিরুল হক এনামের বাসায় অভিযান চালিয়ে ১৯পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট সেবনের সরঞ্জামসহ আমিরুল হক এনাম ও তাজ আলীকে আটক করা হয়।
    জেলা প্রশাসকের কার্য্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শাকিল আহমদ জানান,দুজন ইয়াবা সেবনকারীকে ৩মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।