সুনামগঞ্জে অর্ধলক্ষাধিক টাকার ভারতীয় মদ আটক

    0
    213

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১২মে,মোজাম্মেল আলম ভূঁইয়া: সুনামগঞ্জ সীমান্তে অর্ধলক্ষাধিক টাকা মূল্যের ৪৬বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক করেছে বিজিবি।

    স্থানীয়রা জানায়-গতকাল সোমবার রাত ১০টায় বনগাঁও সীমান্তের ১২১৬এর ৭এস পিলার সংলগ্ন চিনাউড়া এলাকা দিয়ে চিহ্নিত চোরাচালানী ও চাঁদাবাজি মামলার আসামী আজাদ মিয়া ভারত থেকে মদ পাচাঁর করে তার কামড়াবন্দ গ্রামে নিয়ে যাওয়ার সময় এসব মদ আটক করা হয়। এসময় বিজিবি উপস্থিতি টেরপেয়ে চোরাচালানী আজাদ মিয়া তার সহযোগীদের নিয়ে মোটর সাইকেল যোগে পালিয়ে যায়।

    এ ব্যাপারে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা আলম সাব্বির বলেন-একাধিক চাঁদাবাজি ও চোরাচালানী মামলার আসামী শিশু বলৎকার আজাদ মিয়াকে জরুরী ভিত্তিতে আইনের আওতায় নেয়া প্রয়োজন।

    সুনামগঞ্জ ৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন বলেন-সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ,সকল ধরনের চোরাচালানসহ যেকোন ধরনের অপতৎপরতা প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।