সুনামগঞ্জের লোকালয়ে বাঘ আতংক সাবধান থাকার পরামর্শ

    0
    407

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০৮আগস্ট,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লোকালয়ে বাঘের আতংকে বিরাজ করছে। বাঘের আতংক নিয়ে বসবাস করছে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের চান্দরবাড়ি গ্রাম ও তার আশপাশের জনসাধারনের। স্থানীয় সুত্রে জানাযায়,জামালগঞ্জ উপজেলার চান্দরবাড়ি গ্রামের মসজিদ সংলগ্ন বেত-বনের ঝোপ ঝাপে একটি মেছো বাঘ সন্ধ্যার পূর্ব মুহুর্তে দেখা গেছে। এমন খবর পেয়ে ছড়িয়ে পড়লে আশ-পাশের বিভিন্ন গ্রামের লোকজন এক পলক দেখতে ছুটে আসে হাজার হাজার মানুষ। লোকে লোকারন্য হয়ে উঠে মসজিদের পাশের জঙ্গলের আশ পাশ।

    এদিকে বাঘের ভয়ে স্থানীয় লোকজন সন্ধ্যার পর থেকেই সকাল পর্যন্ত পরিবার পরিজন নিয়ে দরজা বন্ধ করে ঘরে আতœংকের মধ্যে সময় পার করছে। শাসছুদ্দোহা,নতুন মসজিদের ইমাম মাওলানা ইলিয়াছ ও মোয়াজ্জিন হাফেজ মাহমুদুল হাসানসহ স্থানীয় লোকজন জানান,আজ সোমবার শেষ বিকালে একটি মেছো বাঘ দেখা গেছে।

    আমরা এলাকাবাসী এখন আতœংকের মধ্যে আছি। এব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার্স ইনচার্য (ওসি) মোঃ আবুল হাসেম বলেন,ঘটনাটি শুনেছি এব্যাপারে সবার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। বন বিভাগের লোকজন না আসা পর্যন্ত সবাইকে সর্তক থাকতে হবে।