সুতাং বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনঃপ্রশাসন নীরব

    0
    210

    আমারসিলেট24ডটকম,১২মে,এস,এম,সুলতান খানঃ১৪২১ বঙ্গাব্দের ১লা বৈশাখ থেকে চুনারুঘাট উপজেলার সুতাং বালু মহালের ‘ক’ ‘খ’ ও ‘গ’ অংশের বালু উত্তোলন প্রশাসন কর্তৃক বন্ধ থাকার নির্দেশ থাকলেও রহস্যজনক অতি উৎসাহে চলছে অবৈধভাবে বালু উত্তোলন ও মহোৎসব। প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। গত ০৬ মে ২০১৪ইং তারিখের দৈনিক তরফ বার্তাসহ হবিগঞ্জের স্থানীয় কয়েকটি পত্রিকায় অবৈধভাবে বালু উত্তোলন সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ হয়। সংবাদ প্রকাশ হলেও বন্ধ হয়নি বালু উত্তোলন ও বিক্রির মহোৎসব। এ ব্যাপারে জেলা প্রশাসকের ভূমিকা রহস্যজনক। ফলে বালু খেকোরা অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির মহোৎসব অব্যাহত রেখেছে। এতে সরকার হারাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সুতাং বালু মহালের বিরুদ্ধে কয়েজন সাবেক লিজধারী ব্যক্তি হাই কোর্টে রিট করে মহামান্য হাই কোর্ট বালু মহালের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেন।

    হাই কোর্টের নিষেধাজ্ঞার বিষয়ে উপজেলা প্রশাসন জবাব দেওয়ার পর উক্ত বালু মহাল ইজারা সংক্রান্ত ব্যাপারে ব্যবস্থা নিবে প্রশাসন। বর্তমানে সুতাং বালু মহাল থেকে বালু উত্তোলন হয়নি বলে নির্বাহী কর্মকর্তা জানান। স্থানীয় সূত্র জানায়, সরকারি দলের প্রভাব দেখিয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহল সুতাং বালু মহাল থেকে রাত-দিন অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে চলছে। ফলে সরকার হারাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব।,