সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবি’র ১০সদস্য ভারতে

    0
    228

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩০নভেম্বর,এম ওসমানঃ ভারতের পেট্টাপোলে সেক্টর পর্যায়ে এক দিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে সোমবার দুপুরে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে গেছে ১০ সদস্যের বিজিবি’র দল। বিজিবি প্রতিনিধি দলটি আন্তর্জাতিক ভারতের পেট্রাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছালে বিএসএফ কর্মকর্তারা তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে নিরাপত্তা বেষ্টনি দিয়ে বৈঠক স্থান পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগঁনা জেলার বনগাঁ হরিদাসপুর বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

    বিজিবির খুলনা সেক্টর কমান্ডার (ভারপ্রাপ্ত) লে. কর্নেল আব্দুর রহিমের নেতৃত্বে পতাকা বৈঠকে ১০সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন, ৩৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মাকসুদ, রিভার আইন ব্যটালিয়নের সিও লে. কর্নেল তানভীর আহম্মেদ, রিজিয়ন লজেসস্টিক অফিসার লে. কর্নেল খালিদ বিন- ইউসুফ ও ২৬ বিজিবি ব্যাটালিয়নের এডি মুনসুর রহমানসহ ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।

    যশোর ২৬ ব্যাটালিয়নের বেনাপোল সদর ক্যাম্প কমান্ডার আইয়ুব হোসেন জানান, বৈঠক শেষে সোমবার বিকেলেই বিজিবি প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট দিয়ে আবার দেশে ফিরবেন।

    তিনি বলেন, ভারতের উত্তর ২৪ পরগঁনা জেলার হরিদাসপুর বিএসএফ ক্যাম্প অডিটোরিয়ামে বিজিবি ও বিএসএফের মধ্যে এ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে দু’দেশের বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডারের নেতৃত্বে ১০ জন করে কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বৈঠকে সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড, অনুপ্রবেশ, চোরাচালান ও নারী-শিশু পাচার প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হবে।