সীমান্তে ভারত-বাংলাদেশ যৌথ সীমানা জরিপ

    0
    205

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯মে,এম ওসমান:যশোরের বেনাপোল ও ভারতের পেট্রাপোল স্থলবন্দর সীমান্ত এলাকায় দুই দেশের মধ্যকার যৌথ সীমানা জরিপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে) বেলা ১২টায় শুরু হয়ে এ জরিপ চলে দুপুর ২টা পর্যন্ত।

    বর্ডার ‍গার্ড বাংলাদেশ (বিজিবি)’র বেনাপোল ক্যাম্প কমান্ডার সুবেদার আয়ুব হোসেন জানায়, বেনাপোল স্থলবন্দরের গাঁ ঘেষে ভারতের পেট্রাপোল স্থলবন্দরের বৃহৎ পণ্যাগার নির্মাণের কাজ চলছে। এ নির্মাণ কাজে বন্দরের সীমানা  নির্ধারণ নিয়ে কিছু জটিলতা রয়েছে। তা সংশোধনের জন্য দুই দেশের ভূমি জরিপ অধিদপ্তরের কর্মকর্তারা যৌথ ভাবে কাজ শুরু করেছে।

    সীমানা জরিপ কালে বাংলাদেশ প্রতিনিধিদলে অংশ নেন,  ভূমি জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক আনোয়ার হোসেন, সহকারী পরিচালক রফিকুল ইসলাম, সহকারী পরিচালক দেরদৌস হোসেনসহ ৭ সদস্যের প্রতিনিধি।

    অপরদিকে, ভারতীয় প্রতিনিধিদলে অংশ নেন, ভূমি জরিপ অধিদপ্তরের  উপ-পরিচালক উল্লাশ চক্রবর্তী, সার্ভে জরিপ অধিপপ্তরের সহকারী পরিচালক  বিজয় কুমার, সার্ভে রেকর্ড অফিসার সুজিত চক্রবর্তীসহ ৭ সদস্য। এ কাজে বিজিবি’র পাশাপাশি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা সহযোগিতা করেছে।