সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মনিরুলের লাশ ফেরত  

    0
    203

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯অক্টোবর,এম ওসমান: বেনাপোলের পুটখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতন ও গুলিতে নিহত গরু রাখাল মনিরুলের (২৮) লাশ দেশে ফেরত পাঠানো হয়েছে।

    বুধবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১১টায় বেনাপোলের পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা নদী পথে তার মরদেহ ফেরত দেয়।

    খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার ফরিদ উদ্দিন জানায়, মনিরুলের পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তারা বিএসএফের কাছে নিহতের ছবি পাঠানোর জন্য বলেন। পরবর্তীতে বিএসএফ গুলিবিদ্ধ যুবকের ছবি বিজিবির কাছে পাঠালে মনিরুলের পরিবারের সদস্যরা ছবি দেখে নিহতের বিষয়টি নিশ্চিত হন। পরে বিজিবি সদস্যরা গুলি করে হত্যার প্রতিবাদ জানায় এবং মনিরুলের মরদেহ ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্টে মরদেহ ফেরত দেওয়ার কথা জানালে রাত ১০টা পর্যন্ত অপেক্ষা করা হয়। কিন্তু বিএসএফ মরদেহ ফেরত দেয়নি।

    অবশেষে বুধবার রাত পৌনে ১০টার দিকে বিএসএফ সদস্যরা বেনাপোলের পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল সীমান্ত পথে ইছামতি নদী পার করে বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করে। কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষ করে মনিরুলের মরদেহ পরিবারের সদস্যদের কাছে তুলে দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে মনিরুলসহ কয়েকজন ভারতীয় গরু নেওয়ার জন্য বেনাপোলের পুটখালী সীমান্তের ইছামতি নদীর পাড়ে অপেক্ষা করছিলেন। এ সময় বিএসএফ সদস্যের ধাওয়ায় অন্যরা পালিয়ে গেলেও মনিরুলকে আটক করে তারা।

    এ সময় তাকে পিটিয়ে ও গুলি করে মৃত্যু নিশ্চিত করে নদীতে ফেলে রেখে যায়। পরবর্তীতে ওই দিন সকাল ১০টার দিকে ভারতের উত্তর ২৪ পরগণা গাইঘাটা থানার পুলিশ খবর পেয়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।