সীমান্তবর্তী খাসিয়া এলাকায় সংঘর্ষঃআহত কমপক্ষে ২০

    0
    227

    আমারসিলেট24ডটকম,৩০মেঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী নাহার চা বাগানে খাসিয়াদের(পান চাষী) হামলায় চা শ্রমিক,টিলাবাবু সহ গুলিবিদ্ধ হয়ে মারাক্তক জখম হয়েছেন ৩ জন। এ ছাড়াও মারবেলের গুল্লিতে চা শ্রমিক সহ অন্তত আরও ১৫/২০ জন আহত হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। বাগানের একটি সূত্রে জানায়, বাগানের জমি নিয়ে নাহার চা বাগানের সঙ্গে নাহার পান পুঞ্জির দীর্ঘ দিন ধরে দখল সংক্রান্ত বিরোধ চলছে,এরই সুত্র ধরে আজ শুক্রবার দুপুরে চা বাগান কতৃপক্ষ শ্রমিক নিয়ে খাসিয়াদের দখল কৃত জমি পুনরায় দখল নিতে গেলে নাহার পান পুঞ্জির খাসিয়ারা বাঁধা দেয়,একপরজায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।তখন গুলিতে ৩ জন শ্রমিক গুলিবিদ্ধ হয়।খাসিয়া সুত্রের দাবী বাগানের গুলিতে তাদের লোকজন আহত হয়েছে অপর দিকে বাগান কর্তৃপক্ষ দাবী করছে খাসিয়াদের হামলায় তাদের লোকজন আহত হয়েছে। তবে নাম না বলার শর্তে আরেকটি সুত্র বলেছে, প্রথমে বাগানিরা আক্রমন করেছে এর কিছুক্ষন পর খাসিয়ারা সংগঠিত হয়ে মারবেল ও তীর ছুড়ে চা শ্রমিকদের ১০/১৫ জনকে আহত করে। গুলিবিদ্ধ বাগানের শ্রমিকদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার পর থেকে নাহার বাগানের আশপাশে খাসিয়া ও চা শ্রমিকদের মাঝে আবারও সংঘর্ষের সম্ভাবনা রয়েছে বলে সুত্র জানিয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে,বাগান এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এখন এলাকা শান্ত।