সিলেট সদর উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ইফতার

    0
    258

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৫জুলাইঃসিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নেতাকর্র্মীদের একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ ও অনুকরণ করে মুক্তিযোদ্ধার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল নেতাকর্মীকে ঐকবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তিনি বলেন, রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে চলতে পারলে নিজের উন্নতির পাশাপাশের দেশেরও উন্নীত হবে।

    বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সিলেট সদর উপজেলা আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সদর উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি গোলাম কিবরিয়া পিনুর সভাপতিত্বে ও ক্রীড়া সম্পাদক ফাহিম আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এটিএম হাসান জেবুল, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি।

    প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজান্মলীগের সিলেট জেলা সভাপতি এম.এম জাকারিয়ার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম. সুহেল আহমদ, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এম. নিজাম উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সিটি কাউন্সিলর মোঃ আফতাব হোসেন খান, ৩নং খাদিম নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ তারা মিয়া, কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজম আলী, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এ গাফফার রাজু।

    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ নজুরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সহ-সভাপতি হাসনাত চৌধুরী শিপলু, সাধারণ সম্পাদক মোঃ মামুন আহমদ, যুগ্ম সম্পাদক শাহীন আহমদ, মাসুম আহমদ, সাংগঠনিক সম্পাদক সামাদ আহমদ, জি.এম রনি, গোলাম শাহরিয়ার, মঞ্জুর আহমদ সুমন, আল আমিন খান, এডভোকেট জুয়েল, আঙ্গুর মিয়া, বারেক আহমদ, আব্দুল হামিদ, আব্দুল জলিল, মোঃ কালা মিয়া, লিটন আহমদ, মিনহাজ শিমুল, অনিক, মোহাম্মদ আল আমিন, লিমন আহমদ, রাজন আহমদ সৌরভ, শাহীন, রানা, মামুন আহমদ, মোছাঃ ইতি আক্তার ডলি, সুহিন আহমদ, কালা মিয়া, রুমন, আনোয়ার প্রমুখ।

    শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও শেষ দোয়া পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস শহীদ।