সিলেট শিক্ষা বোর্ডে পাশের হারে পিছিয়ে মৌলভীবাজার

    0
    224

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩১মেঃ আলী হোসেন রাজনঃ চলতি বছরের এসএসসি ২০১৫এর পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে অধীন ৪জেলার মধ্যে পাশের হারের দিক থেকে পিছিয়ে পড়েছে মৌলভীবাজার জেলা। মৌলভীবাজার জেলায় মোট পাশের হার ৭৭দশমিক ০৪।

    দুর্যোগপুর্ন আবহাওয়ার মধ্যে ফলাফল জানতে শিক্ষা প্রতিষ্টানে সকাল থেকে ভীড় জমান এসএসসি শিক্ষার্থীরা। সিলেট শিক্ষা বোর্ডের মধ্যে ২০এর তালিকায় মৌলভীবাজার জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো মধ্যে ৬ষ্ট স্থানে শমশেরনগর বিএএফ শাহিন স্কুল এন্ড কলেজ,১২তম স্থানে মৌলভীবাজারের দি ফ্লাওয়ার কে জি এন্ড উচ্চ বিদ্যালয়,১৪তম স্থানে শ্রীমঙ্গল দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ ১৬তম স্থানে রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল এবং মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় ১৯তম স্থান অর্জন করেছে। এবছর ৪র্থ স্থানে নেমে পড়া মৌলভীবাজার জেলার পাশের হার ৭৭দশমিক ০৪, জেলার মোট ১৬হাজার ৪৭৪জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে।

    এর মধ্যে পাশ করেছে ১২হাজার ৬৯২জন। জিপিএ ৫ পেয়েছে ৪৮৩জন। ফলাফল বের হওয়ার পর উত্তীর্ণ হওয়া ছাত্র/ছাত্রীরা আনন্দ উল্লাসে মেতে উঠে।