সিলেট যুব একাডেমীর উদ্যোগে গোলাপগঞ্জে স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ

    0
    322

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩অক্টোবরঃ সিলেট যুব একাডেমী (এসজেএ) র আরসিবি প্রকল্পের উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা প্রদানকারী স্বাস্থ্য কর্মীদের প্রতিবন্ধী বিযয়ক সেবা প্রদানের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
    গতকাল সোমবার প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেহান উদ্দিন।
    উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট যুুব একাডেমী (এসজেএ)র সহকারী পরিচালক (সার্বিক) সনজুর রহমান। প্রশিক্ষণ পরিচালনা করেন সিলেট যুব একাডেমী (এসজেএ)র আরসিবি প্রকল্পের প্রকল্প সনন্বয়কারী নিশি কান্ত চন্দ।
    প্রশিক্ষণে সহায়ক হিসাবে প্রশিক্ষণ পরিচালনা করেন জালালাবাদ প্রতিবন্ধী পূনর্বাসন কেন্দ্র ও হাসপাতালের কনসালটেন্ট ও পরিচালক সাইদুর রহমান সাইদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার জনাব ডা. মাছুম আহমেদ ও নিশি কান্ত চন্দ।
    প্রশিক্ষণে ৩৩ জন সিএইচসিপি, ৭ জন মেডিকেল অফিসার ও ১ জন সাংবাদিক অংশগ্রহন করেন। প্রশিক্ষণ সুপারভিশন ও মনিটরিং করার জন্য সিলেট যুব একাডেমী (এসজেএ)র প্রধান কার্যালয় থেকে উপস্থিত ছিলেন সুপারভিশন ও মনিটরিং কর্মকর্তা জয়নাল আবেদিন।
    প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেহান উদ্দিন বলেন প্রতিবন্ধী ব্যক্তিদের সেবা প্রদানে সহায়তা করার জন্য এ ধরনের একটি প্রশিক্ষণ অত্যান্ত জরুরী ছিল এবং এ প্রশিক্ষণের আয়োজন করার জন্য তিনি সিলেট যুব একাডেমী (এসজেএ) ও একশনএইড বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানান। ভবিষ্যতে প্রতিবন্ধীদের সেবা প্রদান সংক্রান্ত যে কোন ধরনের সহায়তার ঘোষনা দেন।প্রেস বিজ্ঞপ্তি