সিলেট যুব উন্নয়ন পরিষদের উদ্দ্যোগে বেগম রাবেয়া খাতুন চৌধুরী স্বরণে

    0
    221

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১২ডিসেম্বরঃ মহীয়সী নারী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর স্বরণে ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সিলেট যুব উন্নয়ন পরিষদের উদ্দ্যোগে এক আলোচনা সভা গত ১২ ডিসেম্বর শনিবার বিকালে আম্বাখানাস্থ কার্যালয়ে পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

    মরহুমার কর্মময় জীবনের উপর আলোচনা বক্তারা বলেন বেগম রাবেয়া খাতুন চৌধুরী একজন নিবেদিন প্রাণ নারী ও দেশের উন্নয়নের জন্য বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে তার অবদানের কথা ভুলার নয় তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শিক্ষার প্রসারের জন্য কাজ করে গেছেন। তিনি সৎ, নিষ্টাবতী, আদর্শ জনদরনী মহিলা ছিলেন। দেশ বিদেশে তার প্রচুর সুনাম রয়েছে।

    এ জন্য তিনি সিলেট তথা বাংলাদেশে গৌরভ এই খ্যাতিমান কৃতি সন্তানকে আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আমাদের স্বার্থেই তার কর্মের মুল্যায়ন করতে হবে। তার স্মৃতিকে দরে রাখার জন্য সিলেট সিটি কর্পোরেশনের অভ্যন্তরে তার নামানুসারে একটি রাস্তার নাম করন করার জন্য যথাযত কর্তৃপক্ষের কাছে প্রস্তাব করা হয়।

    সভায় বক্তব্য রাখেন সিলেট যুব উন্নয়ন পরিষদের সহ সভাপতি শামীমা ফেরদৌস চৌধুরী, আশাফ খান পারভেজ, যুগ্ম সম্পাদক শারমীন কবির সাংগঠনিক সম্পাদক শহিদুল হক রিনকু, অর্থ সম্পাদক ফরহাদ আহমদ, মহিলা শিশু বিষয়ক সম্পাদক ফারহানা বেগম সুমি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সল কামরান হেলন, নির্বাহী সদস্য আব্দুল মালিক, ইমরান আহমদ, আবুল হোসেন, শামসুল জামান প্রমূখ।