সিলেট মেয়রের সাথে কানাডার হাই কমিশনারের সাক্ষাৎ

    0
    198

    আমারসিলেট24ডটকম,এপ্রিল,বদরুল ইসলামঃ বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার হিদাড় ক্রুডেন সিলেট সিটি করপোরেশনের  মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে মতবিনিময় করেছেন। আজ সোমবার সকাল ১১ টায় সিলেট নগর ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেয়র আরিফুল হক চৌধুরী ফুলেল শুভেচ্ছার মাধ্যমে কানাডার হাই কমিশনারকে নগর ভবনে অভ্যর্থনা জানান। পরে মেয়রের সাথে প্রায় ঘন্টাব্যাপী বৈঠক করেন হাই কমিশনার হিদাড় ক্রুডেন।

    এসময় কানাডার হাই কমিশনার হিদাড় ক্রুডেন সিলেট সিটিকে নিয়ে তার আগ্রহের কথা জানান এবং সিলেট সিটির বিভিন্ন বিষয়ে সম্পর্কে জানতে চান।বৈঠকে মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট সিটির বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। এসময় মেয়র সিলেট সিটির উন্নয়ন কর্মকান্ডে কানাডার বিভিন্ন সাহায্য সংস্থাকে এগিয়ে আসার ব্যাপারে আহবান জানান।কানাডা ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কাজে লাগিয়ে সিলেট সিটিকে কীভাবে আরও সুন্দর ও দুর্যোগ সহনশীল সিটিতে রূপান্তরিত করা যায় বৈঠককালে দুজনের মধ্যে এসব বিষয় প্রাধান্য দেওয়া হয়।

    বৈঠকে সিলেট সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কানাডার হাই কমিশনের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কানাডার হাই কমিশনারকে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে সিলেটের ঐতিহ্যবাহী শীতল পাটি, মণিপুরী শাল এবং ক্রেস্ট প্রদান করেন মেয়র ।