সিলেট মহানগর শ্রমিক কল্যাণের ইউনিট সভাপতি সম্মেলন

    0
    192

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১১জানুয়ারীঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর সাবেক সভাপতি মাওলানা সোহেল আহমদ বলেছেন, শ্রমিকদের পূর্ণাঙ্গ অধিকার বাস্তবায়িত হলেই দেশ সমৃদ্ধি অর্জন করবে। দেশের উন্নতির সোপান শ্রমিকদের হাত ধরেই নির্মাণ হয়ে থাকে। শ্রমিকরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে যায় বলেই দেশ আজ এগিয়ে যাচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে শ্রমিকরা কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজ করে যাচ্ছে তাদের কথা অনেকেই ভাবতে চায় না। শ্রমিকরা সমৃদ্ধ হলে দেশ সমৃদ্ধ হবে। আর তাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের সেই ন্যায্য অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

    এ সময় তিনি বলেন, শ্রমিক কল্যাণের এই কাজ সফলতার দিকে নিয়ে যেতে জনশক্তির পাশাপাশি প্রত্যেক ইউনিট দায়িত্বশীলদের আন্তরিকতার সাথে কাজ করে যেতে হবে। ইউনিট শক্তিশালী হলে সংগঠন শক্তিশালী হবে।

    তিনি রোববার বাংলাদেশ শ্রমিক কল্যাণ সিলেট মহানগরীর ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    শাখা ভারপ্রাপ্ত সভাপতি ফারুকুজ্জামান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট জামিল আহমদ রাজুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা মশাহিদ আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখার সহ-সভাপতি আব্দুল্লাহ আল মনিম, সহ-সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর, অফিস সম্পাদক আক্কাস আলী, প্রচার সম্পাদক বদরুজ্জামান, নির্বাহী সদস্য এটিএম খসরুজ্জামান, আব্দুল জলিল প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি