সিলেট বাংলা নিউজ ডটকম’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    0
    417

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৬জানুয়ারীঃ    বর্ণাঢ্য আয়োজনে জনপ্রিয় অনলাইন পোর্টাল সিলেট বাংলা নিউজ ডটকম এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।সোমবার (১৫ জানুযারি) বিকাল ৫ টায় নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে এ মনোমুগ্ধকর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    সিলেট বাংলা নিউজ ডটকম এর স্টাফ রিপোর্টার খয়রুল ইসলাম কামরুলের পরিচালনায় অত্র পোর্টালের সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান কামাল আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসকের পরিবর্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিত চৌধুরী, প্রথিতযশা সাংবাদিক বাংলা টিভি ইউকে’র সিলেট ব্যুরো চীফ ও ন্যাশনাল হার্ট ফান্ডেশন সিলেটে পাবলিকেশন সেক্রেটারি আবু তালেব মুরাদ, জননন্দিত কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক দেওয়াান মাহমুদ রাজা চৌধুরী, বিজ্ঞ আইনজীবী ও মানবাধিকার কর্মী ড. এম শহীদুল ইসলাম এডভোকেট, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল প্রফেসর রোটারিয়ান মহিউদ্দিন, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভপতি জাহাঙ্গীর আলম, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. এহছানুল হক তাহের প্রমূখ।
    সিলেট বাংলা নিউজ ডটকম এর অন্যতম প্রতিনিধি মোস্তাক আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
    স্বাগত বক্তব্য রাখেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের অন্যতম সদস্য প্রভাষক মবরুর আহমদ সাজু।
    শুভেচ্ছা বক্তব্য রাখেন- বিটিভি কর্মকর্তা হাজী মো. ইকবাল উদ্দিন।
    বক্তব্য রাখেন- সিলেট দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আফরোজ খান, সানি ইমিগ্রেশন সার্ভিস এর সিইও আসাদুজ্জামান শামীম, নিউজ চেম্বার ডটকম এর সম্পাদক তাওহীদুল ইসলাম, সিলেটের কন্ঠ এর সম্পাদক জাবেদ আহমদ, কর আইনজীবী মো. সাইদুর রহমান প্রমূখ।
    উপস্থিত ছিলেন- সিলেট বাংলা নিউজ ডটকম এর প্রতিনিধি উবায়দুর রহমান সজিব, মো. আতাউর রহমান (কাওছার), সালমান কাদের দিপু, জুনেল আহমদ আরিফ, মো. জাকায়িরা, মোমিন মিয়া, মো. আজিজুর রহমান, ইমন দাস, তৌকির রায়হান সামী, মিনহাজুল ইসলাম, তাহমিদ আহমদ, মো. দেলোয়ার হোসেন, মো. আবুল কাশেম, মো. রাহিনুল করিম, কাউছার হোসেন রকি, আলভী আহমদ প্রমূখ।
    উল্লেখ্য, সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার রাষ্ঠীয় কাজে সিলেটের বাহিরে থাকায় অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকতে না পেরে দু:খ প্রকাশ করেছেন।প্রেস বিজ্ঞপ্তি