সিলেট নগরী পায়রা-২৯, দর্শন দেউড়ীতে ফার্মেসীরট উদ্বোধন

    0
    413

    মানুষের জীবন রক্ষাকারী ঔষধ অতি গুরুত্বপূণঃকলিম উদ্দিন আহমদ মিলন

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৫অক্টোবরঃ সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারা আসনের সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, ব্যবসা শুধু আর্থিক ভাবে উন্নত করে না মানুষকে সেবা প্রদানে সহায়তা করে। মানুষের জীবন রক্ষাকারী ঔষধ অতি গুরুত্বপূর্ণ। সঠিকভাবে ব্যবসা পরিচালনা করে যে কোন ফার্মেসী সফল হবেন। গত ৪ অক্টোবর রোববার সন্ধ্যা ৬টায় সিলেট নগরী পায়রা-২৯, দর্শন দেউড়ী মেসার্স শাহজালাল ফার্মেসী উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

    উদ্বোধনকালে মেসার্স শাহজালাল ফার্মেসীর পরিচালক এমরান আহমদ, ডাঃ আব্দুল কাহার কামরান, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সদস্য ও আম্বরখানাস্থ জুনেদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জুনেদ আহমদ, মোঃ আলীমুজ্জামান, তাহিদ মেম্বার, ব্যবসায়ী আবুল লেইছ, সালেহ আহমদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন পীরমহল্লাহ জামে মসজিদের ইমাম হাফিজ মোঃ হারুন অর রশিদ।

    পরে পায়রা-২৯, দর্শন দেউড়ী মেসার্স শাহজালাল ফার্মেসী ফিতা কেটে উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারা আসনের সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সদস্য কলিম উদ্দিন মিলন।