সিলেট থেকে প্রকাশিত লিটল ম্যাগ প্রতিনিধিদের নিয়ে প্রীতি সম্মেলন ও ইফতার

    0
    232

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৫জুনসাহিত্য প্রকাশনা একটি সৃজনশীল কাজ। সাহিত্যের মাধ্যমে একটি দেশের ইতিহাস ঐতিহ্যের লালন হয়। আমাদের মহান মুক্তিযুদ্ধেও সাহিত্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বাংলা সাহিত্যের ইতিহাসে সিলেটের কবি সাহিত্যিকগন বরাবরই অগ্রণী ভূমিকা রেখেছেন। কবি সাহিত্যিক তৈরি ও সাহিত্য চর্চায় সাহিত্যের ছোট কাগজ বা লিটল ম্যাগগুলোর অবদান অনস্বীকার্য। সিলেট থেকে প্রকাশিত লিটল ম্যাগ প্রতিনিধিদের নিয়ে প্রীতি সম্মিলন ও ইফতার অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
    সাহিত্যের ছোট কাগজ পিঁপড়ার আয়োজনে ও ছোটদের ছোট কাগজ কচির সহযোগীতায় বুধবার নগরীর মদিনা মার্কেটস্থ চিলি রেস্টুরেন্টে এ সম্মিলন অনুষ্ঠিত হয়।
    সাহিত্যের ছোট কাগজ পিঁপড়ার প্রধান সম্পাদক গল্পকার আবুল খায়ের সজিবের সভাপতিত্বে ও পিঁপড়া সম্পাদক মিনহাজ ফয়সলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক সংলাপের বিভাগীয় সম্পাদক এডভোকেট কবি কামাল তৈয়ব। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাকের সাহিত্য সম্পাদক এডভোকেট কবি আব্দুল মুকিত অপি, মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য সম্পাদক ছড়াকার আব্দুস সাদেক লিপন, ছোটকাগজ প্রাকৃতের সম্পাদক প্রভাষক কবি মামুন সুলতান, কবি কানিজ আমেনা কুদ্দুস। মাসিক বিপ্লব সম্পাদক আব্দুল কাদির জীবনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছোটদের ছোট কাগজ কচির সম্পাদক তোফায়েল সিপু।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধ্রুবতারার প্রধান সম্পাদক আবু মালেহা, সম্পাদক কামরুল আলম, অনুপ্রানন সম্পাদক মো: নাসির উদ্দিন, কিশোর আলো সম্পাদক নজমুল হক চৌধুরী, আলোক পিয়াসী সম্পাদক শাহ মিজান, বৃক্ষ সম্পাদক আজমল আহমদ, পলিমাটি সম্পাদক বশিরুল আমিন, কথামালা সম্পাদক শামছুজ্জামান, কাব্যকথা সম্পাদক নোমান মাহফুজ, চৈত্রীকা সম্পাদক সাইয়্যিদ মুজাদ্দিদ, উষার আলো সম্পাদক নোমান আহমদ, লুৎফুর রহমান তোফায়েল, তানভীর তালুকদার, জাকারিয়া মোহাম্মদ, জাকির হোসেন, শরীফ গাজী, আলমগীর চৌধুরী, নাফিউল আদনান চৌধুরী, মাহমুদুর রহমান প্রমুখ।