সিলেট-তামাবিল সড়কে গেইটলক বাস অজ্ঞানপাটির কবলে

    0
    266
    জৈন্তাপুর সিলেট প্রতিনিধিঃ সিলেট-তামাবিল মাহা সড়কের গেইটলক বাস সার্ভিসের ১যাত্রী অজ্ঞান পাটির কবলে পড়েছে৷ গুরুত্বর অাহতবস্থায় জৈন্তাপুর বাস ষ্টেশন হতে উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার তার অবস্থা বেগতিক দেখে সিলেট এম.এ.জি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন৷
    জৈন্তাপুর বাসষ্টেশন ম্যানাজার সূত্রে জানাযায় ২৮ জানুয়ারী বিকাল ৩টায় সিলেট সুবহানিঘাট হতে গোইটলক বাস নং সিলেট-জ-১১-০৯০৫ বাস যাত্রা শুরু করে বিকালা সাড়ে ৪টায় জৈন্তাপুরে পৌছে৷ যাত্রার শুরুতে ৩জন টিকেটদারী যাত্রী গাড়ীতে উঠেনি৷ পরে ৩জন যাত্রী রেখেই গেইট লক সার্ভিসের বাসটি জাফলংয়ের উদ্দ্যেশে ছেড়ে অাসে৷ এদিকে দরবস্ত পৌছার পর পর যাত্রীদের টিকেট চেকিংয়ের সময় বাসের হেলপার গোয়াইনঘাট উপজেলার নলজুরী গ্রামের সমসুল অালীর ছেলে অাব্দুল অালী (২৫) কে ঘুমন্ত দেখতে পেয়ে জাগানোর চেষ্টা করেন৷ যাত্রী সিটে পড়ে গেলে অন্যান্য যাত্রীরা অাব্দুল অালীকে অজ্ঞান অবস্তায় দেখতে পায়৷ তারা দ্রুত জৈন্তাপুর বাস ষ্টেশনে পৌঁছে স্থানীয় ষ্টেশন ম্যানোজার সহযোগিতায় যাত্রীর পরিবারের নিকট খবর পৌছান এবং অজ্ঞান যাত্রীকে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে যান৷ যাত্রীর অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক দ্রুত সিলেট এম.এ.জি ওসমানী হাসপাতালে প্রেরন করে৷ এদিকে অজ্ঞান যাত্রীর পকেটে ২লক্ষ টাকা পাওয়া যায়৷ অপরদিকে খবর পেয়ে যাত্রীর ভাই দ্রুত জৈন্তাপুরে পৌছে ভাইকে নিয়ে সিলেটের উদ্দ্যেশে যাত্রা করেন৷ তিনি জানান সিলেট একটি ব্যাংক হতে ৩লক্ষ টাকা উত্তোলন করে তামাবিল অাসছিলে তার ভাই৷ বাসে অজ্ঞানপাটির কবলে পড়ে৷
    জৈন্তাপুর বাস ষ্টেশন ম্যানোজার অাব্দুস সোবহান জানান- বাস চালকের কথা মতে অজ্ঞান পাটির সদস্যরা তিনটি টিকেট করেছিল৷ তারা যাত্রীবেশে গাড়ীতে অবস্থান করে যাত্রীকে অজ্ঞান করে টাকা লুট করে এসময় হয়ত অন্য কোন যাত্রী গাড়ীতে উঠে পড়লে অজ্ঞান পাটির সদস্যরা বাস থেকে ছিটকে পড়ে৷ বাস ছাড়ার পূর্ব মুহুত্ব পর্যন্ত ঐ ৩টি সিট খালি অবস্থায় গাড়ী গন্তব্যের উদ্দ্যেশে ছেড়ে অাসে কিন্তু যাত্রীরা গাড়ীতে উঠেনি ৷ তাদের ধারনা যাত্রীবেশে অজ্ঞান পাটির সদস্যরা গেইটলকে টিকেট করে বাসে হানা দিয়ে টাকা নিয়ে পালিয়েছে৷ কিন্তু অন্য যাত্রীরা বাসে উঠে পড়ায় তারা বাকী টাকা নিতে পারেনি৷ যাত্রীর সাথে প্রাপ্ত ২লক্ষ টাকা যাত্রীর ভাইকে বুঝিয়ে দিয়েছেন বাস ম্যানোজার৷