সিলেটের খাদিম নগরে একসাথে ২ খুনঃআহত-১

    0
    247

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৮জানুয়ারী,স্টাফ রিপোর্টারঃ সিলেট সদর উপজেলার খাদিমনগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খাদ্যসামগ্রী প্রস্ততকারী প্রতিষ্ঠান বনফুলের দুই কর্মী নিহত হয়েছেন। শুক্রবান সন্ধ্যা ৭টার দিকে খাদিম নগর বিসিক শিল্প নগরী এলাকায় বনফুলের কারখানার সামনে এ  খুনের ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত একজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

    ছুরিকাঘাতে নিহত মোঃ  রাজু মিয়া  (১৯) ও মোঃ  তাবুক মিয়া (২০) এর মৃতদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। রাজু চাঁদপুরের হাজীগঞ্জ এলাকার হারুনুর রশীদের ছেলে। আর মোঃ তাবুকের বাড়ি শরিয়তপুর জেলায়।
    হামলায় গুরুতর আহত মোঃ  রাসেল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বলদি এলাকার বাসিন্দা। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল সুত্র ।

    স্থানীয় সুত্র জানায়, সন্ধার  দিকে আমরা চিৎকার শুনে কারখানার সামনে এসে দেখি রাজু ও তাবুকের মরদেহ পড়ে আছে। আর রাসেলের শরীর থেকে রক্ত ঝরছে।
    বনফুলের এক কর্মীর  সূত্রে জানা যায়, হামলাকারীদের সংখ্যা ৭/৮ জনের মতে ছিল। তারা মাইক্রোবাসে  করে এসেছিলো। তবে কি কারণে ও কারা হামলা চালিয়েছে এ ব্যাপারে নিশ্চিত  কিছু বলতে পারেননি ওই কর্মী।

    স্থানীয়দের থেকে আরও জানা যায়, হামলাকারীরা রাসেলকে মারতে এসেছিলো। রাসেলকে বাঁচাতে রাজু ও তাবুক এগিয়ে গেলে হামলাকারীরা এই দু’জনকে ছুরিকাঘাত করে পলায়ন করে।

    শাহ্‌পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  নিজাম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমরা প্রয়োজনীয় তদন্তের ব্যবস্থা করছি।