সিলেটে শিক্ষাবিদ আতাউর রহমান পীরকে সংবর্ধনা

    0
    229

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,ডিসেম্বরঃ মানুষ গড়ার কারীগড় লেঃ কর্নেল আতাউর রহমান পীর সামাজীক উন্নয়ন, শিক্ষা, সাহিত্য, সৃজনশীল কাজে তার অবদান আমাদের হৃদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছে।

    মঙ্গল বার সদর উপজেলা সাহেবের বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা বেলা ২টায় মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লেঃ কর্নেল আতাউর রহমান পীর এর সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তবে প্রবীন সাংবাদিক সিলেট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সংবাদক বশির উদ্দিন এ কথা বলেন।

    মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা শামছুল রহমানের সভাপতিত্বে শিক্ষক মাসুম আহমদ পরিচালনায় প্রধান অতিথি বলেন সিলেট অে লের শিক্ষা বিস্তারে তার অবদান প্রসংশা দাবি রাখে। সংগঠিত অতিথি লেঃ কর্নেল আতাউর রহমান পীর বলেন বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা জীবন গড়তে হলে সবাইকে ভাল ভাবে লেখা পড়া করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা কখন মিথ্যা বলবে না খারাপ কাজ করবে না। এই কথা বাস্তবায়িত হলে জীবনে তোমরা বাবা মার মুখ উজ্জল করবে।

    শিক্ষার্থী ফয়সল আহমদের কুরআন তেলোয়াত ও মোধ নাহিদুল ইসলামের ইসলামিক সংগিতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্জের কেন্দ্রীয় মহাসচিব সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া। সাহেবেরে বাজার স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম আশুক্। পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক মো: জালাল উদ্দিন, শিক্ষানুরাগী তারা মিয়া, কোষাদক্ষ আব্দুল সালাম, ব্যবস্থাপনা কমিটির সদস্য নুরুল ইসলাম আশুক।

    হাফিজ মো: আব্দুরবের স্বাগত বক্তবের মাধ্যমে সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার কবি মো: জহিরুল ইসলাম, বক্তব্য রাখেন শিক্ষক ফয়সল আহমদ, মো: আজমল হোসনে, মো: আব্দুল বাসিত, সাংবাদিক ইদ্রিস আলী, দেলোয়ার হোসেন, হাফিজ আলিম উদ্দিন, ফয়সল আহদম, প্রমুখ।