সিলেটে রহস্যময় যন্ত্রাংশ,পুরো এলাকা পুলিশের কব্জায়

    0
    249

    সিলেট প্রতিনিধিঃ  সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন নগরীর চৌহাট্টা পয়েন্টে পার্কিং করে রাখা মোটরসাইকেলে রহস্যময় যন্ত্রাংশ পাওয়া গেছে। এই যন্ত্রাংশের ভেতরে বোমা থাকতে পারে, এমন সন্দেহে পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে।

    বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পার্কিং করা মোটরসাইকেলে সন্দেহভাজন যন্ত্রাংশ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। এরপর মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেন।

    নগরীর চৌহাট্টা-জিন্দাবাজার সড়কসহ আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যে মোটরসাইকেলে রহস্যময় যন্ত্রাংশ পাওয়া গেছে, তা একজন পুলিশ সদস্যের বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সেলিম মিঞা জানিয়েছেন, পার্কিং করা মোটরসাইকেলের পাশে হেলান দিয়ে রহস্যজনক যন্ত্রাংশ রয়েছে। এ ধরনের যন্ত্রাংশ সাধারণ ওয়েলডিং কাজে ব্যবহৃত হয়।

    এই সন্দেহভাজন যন্ত্রাংশের ভেতরে বোমা বা কোন ধরনের বিস্ফোরক থাকার আশঙ্কা থেকে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) জ্যোর্তিময় সরকার।

    তিনি জানান, বোমা নিষ্ক্রিয়কারী বিশেষ দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে যাচ্ছেন। এরপর বোঝা যাবে, কোন ধরনের ডিভাইস রয়েছে কি-না। তিনি মোটরসাইকেলের মডেল বা মালিকের ব্যাপারে তথ্য দিতে পারেননি।

    যে জায়গায় মোটরসাইকেলে রহস্যজনক যন্ত্রাংশ পাওয়া গেছে, তার কাছেই পুলিশের একটি বক্স রয়েছে। জঙ্গী গোষ্ঠীর হামলার আশঙ্কায় বর্তমানে সারাদেশে পুলিশ সদস্যদের সতর্কাবস্থায় থাকতে নির্দেশ রয়েছে।

    এমন পরিস্থিতিতে মোটরসাইকেলে রহস্যময় যন্ত্রাংশের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।