সিলেটে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করা হয়েছে

    0
    227

    আমারসিলেট24ডটকম,১১মার্চঃ সিলেট সদর ও দক্ষিণ সুরমায় বিএনপির বিদ্রোহী প্রার্থী শাহজামাল নুরুল হুদা, আলী আহমদ ও এ টি এম ফয়েজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত বহিষ্কারাদেশ ওই তিন নেতাকে পাঠানো হয়েছে।

    অনুলিপি দেয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন ও সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি দিলদার হোসেন সেলিমকে।
    এছাড়াও, বহিষ্কারাদেশের অনুলিপি সংবাদপত্রে পাঠানো হয়েছে। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সিলেট অঞ্চল মনিটরিংয়ের দায়িত্বপ্রান্ত কর্মকর্তা মোহাম্মদ তেনজিং এ তথ্য নিশ্চিত করেছেন।বহিষ্কারাদেশে বলা হয়েছে, “দলীয় সিদ্ধান্ত লঙ্ঘণ করায় ও দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজে লিপ্ত থাকায় এই তিন নেতাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়ছে।”

    ১৯ দলীয় জোটের সিদ্ধান্ত লঙ্ঘন করে সিলেট সদর উপজেলায় সদ্য বিলুপ্ত উপজেলা কমিটির সভাপতি শাহজামাল নুরুল হুদা, দক্ষিণ সুরমায় সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী আহমদ ও দক্ষিণ সুরমা বিএনপির সভপতি এ টি এম ফয়েজ প্রার্থী হওয়ায় তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

    সিলেট সদর উপজেলায় চেয়ারম্যান পদে ১৯ দলের প্রার্থী মনোনীত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কাহের শামীম ও দক্ষিণ সুরমায় জামায়াতের সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা লোকমান আহমদ।

    সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি দিলদার হোসেন সেলিম জানিয়েছেন, তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কোন চিঠি পাননি। তবে, টেলিফোনে তাকে কেন্দ্রীয় কার্যালয় থেকে বহিষ্কারের কথা জানানো হয়েছে বলে তিনি জানান।