সিলেটে ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবর্ষিকী উৎসব সম্পন্ন

    0
    376

    শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে ফুলকুঁড়ির কার্যক্রম প্রসংশার দাবিদার:ড. কবির হোসেন

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৩অক্টোবর:   লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. কবির হোসেন বলেছেন, তথ্য-প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমদের শিশু-কিশোররা এগিয়ে যাচ্ছে। তবে কোনো কোনো ক্ষেত্রে এর অপব্যবহর তাদের মধ্যে বিরুপ প্রভাব ফেলছে। এই ভয়াবহতা থেকে রক্ষা করতে সুস্থ বিনোদনের বিকল্প নেই। প্রতিষ্ঠাকাল থেকে এই কাজটি করছে ফুলকুঁড়ি আসর। শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে ফুলকুঁড়ির কার্যক্রম প্রসংশার দাবিদার।

    গতকাল শুক্রবার জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগরী আয়োজিত উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়।

    মহানগরী ফুলকুঁড়ি আসরের সভাপতি মোহাম্মদ বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক পূন্যভূমি সম্পাদক মুকতাবিস-উন-নূর, শাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. তাজ উদ্দিন, সহকারী অধ্যাপক ড. জামাল উদ্দিন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুল ইসলাম, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজির উদ্দিন, কেন্দ্রীয় আসরের সাবেক প্রধান পরিচালক এ.টি.এম আব্দুল গফুর নাসির, শাবিপ্রবির ডেপুটি রেজিস্টার আহমদ মাহবুব ফেরদোসী, প্রভাষক কবি বাছিত ইবনে হাবিব, প্রভাষক কবি মামুন সুলতান, মহানগরীর সাবেক পরিচালক এডভোকেট জুনেদ আহমদ ও ডা. ওমর ফারুক মিনার। অনুষ্ঠনে স্বাগত বক্তব্য রাখেন মহানগরী ফুলকুঁড়ি আসরের পরিচালক আজহার উদ্দিন খান। স ালনা করেন আসরের খেলাধুলা ও ব্যায়ম বিষয়ক সম্পাদক, গণিত উৎসবের আহ্বায়ক আবরার নাফি।

    দিনভর আয়োজনের মধ্যে ছিল ক্ষুদে গণিত উৎসব, গণিতের মজা, গণিতবিদদের সাথে আড্ডা, চিত্রাংকন প্রতিযোগিতা, দেয়ালিকা প্রদর্শনী, ফটোগ্রাফি প্রতিযোগিতা, শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী, ফুলকুঁড়ি গেমস, ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর সাবেক সহকারী পরিচালক আ.ফ.ম সামছুদ্দিন, শাহ তানিম মাহমুদ, মহানগরীর সহকারী পরিচালক সায়েম আহমদ, অর্থ সম্পাদক সাইফুর রহমান খান, অফিস সম্পাদক আবিদ সালমান, শিক্ষা-সাহিত্য সম্পাদক আহমাদ মুসা, সাংস্কৃতিক সম্পাদক আশফাক উদ্দিন খান, কৃষি শিল্প বিজ্ঞান সম্পাদক সৈয়দ আব্দুল মুসাদ্দিক, সমাজসেবা সম্পাদক নাইমুজ্জামান, প্রচার  সম্পাদক রুমেল আহমদ, বিতর্ক বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান রাহাদ, পাঠাগার সম্পাদক মনসুর আহমদ, প্রকাশনা সম্পাদক সুহাইব আহমদ, কিশোর থিয়েটার পরিচালক নাফিউল আদনান চৌধুরী, দেয়ালিকা প্রতিযোগিতার আহ্বায়ক নুর তমিজ ভূঁইয়া রিয়াদ, ফটোগ্রাফি প্রতিযোগিতার আহ্বায়ক আমজাদ শাকের, মুজাহিদুল ইসলাম, আফজাল হোসেন নাইম, মনির খান, আহনাফ মুসাদ্দিক আরাফ, হাসানুল বান্না নাইম, নোমান রশিদ ও অগ্রপথিক ফুলকুঁড়িরা।