সিলেটে তারেক রহমানের গ্রেফতারি জারির প্রতিবাদে বিক্ষোভ

    0
    199

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৮জানুয়ারীঃ সিলেটে বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল কর্মীরা।বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কাজিরবাজারে ছাত্রদলের কার্যালয় থেকে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

    পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মহানগর ছাত্রদল সভাপতি নূরুল আলম সিদ্দিকী খালেদ তার বক্তব্যে শনিবার সিলেট জেলার আওতাধীন সকল উপজেলা, পৌর ও কলেজ শাখায় এবং আগামী রবিবার সিলেট মহানগরের আওতাধীন সকল ওয়ার্ড ও কলেজে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষনা করেন।

    সভাপতির বক্তব্যে সিলেট জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারিকে গণতন্ত্র ও স্বাধীন মত প্রকাশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র উল্লেখ করে ছাত্রদল নেতাকর্মীদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলার আহবান জানান।

    মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ফখরুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ সোহেল, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহ রুমেল,নজরুল ইসলাম, সাহেদ বক্ত,মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার, মহানগর ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক এমদাদুল হক স্বপন প্রমুখ।

    উল্লেখ্য,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিদেশে বসে কটুক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরোদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সিলেটের একটি আদালত। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ এর দায়েরকৃত মামলার প্রেক্ষিতে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম।