সিলেটে জামায়াত-শিবিরের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

    0
    217

    আমারসিলেট24ডটকম,নভেম্বরঃ সিলেটে হরতালের দ্বিতীয় দিনে রোববার পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। জালালাবাদ থানার এসআই সোহেল আহমদ বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২৫/৩০ জামায়াত-শিবির নেতাকর্মীকে আসামি করে বিস্ফোরক আইনে থানায় এ মামলাটি দায়ের করেন।

    মামলার আসামিরা হচ্ছে- সিলেট নগরীর আখালিয়া নোয়াপাড়ার শামীম আহমদ (২৫), ছাতকের বাদে জিগলীর ওবায়দুল হক শাহিন (৩৬), কালিবাড়ীর কবির আহমদ (৩০), পনিটুলা পলৱবীর হাফিজ আব্দুল খালিক সাদী (৩২), কালিবাড়ীর আব্দুস শহীদ (৪০), নোয়াপাড়ার কালিবাড়ীর দেলোয়ার হোসেন শামীম (৩৫), একই এলাকার রাসেল (২৮), রাজিব (৩১), কুমারগাঁওয়ের আবু হুরীয়রা জাবের চৌধুরী (২৩), একই এলাকার মোঃ আব্দুল হামিদ (২১),আখালিয়ার আরিফুল ইসলাম (২০),নাজিরেরগাঁওয়ের হাফিজ ইমরান (২০), একই এলাকার হাফিজ তফাজ্জল হোসেন (১৮), পনিটুলা ৮ নং ওয়ার্ডেও জামায়াতে ইসলামীর সভাপতি এডভোকেট আজিম উদ্দিন (৩২), মদিনা মার্কেট জামেয়ার শিক্ষক মুফতি আলী হায়দার (৪৫), জামেয়ার শিক্ষক আলা উদ্দিন (৩৭), পনিটুলার শাহীন রোকন (৩৮), নগরীর সুরমা হাওয়ালাদারপাড়ার জুনেদ আহমদ (২০), একই এলাকার জালাল (২৭), কারিপাড়ার বাবুল আহমদ মেম্বার (৪৩), শহরতলীর কিত্তারগাঁওয়ের লোকমান (২৮), মোলৱারগাঁওয়ের গফ্ফার (২৯), আখালিয়া নোয়াপাড়ার সাদিক হোসেন ওরফে সাদিক (২৭), মিরেরগাঁওয়ের কিবরিয়া (২৮), একই এলাকার দেলোয়ার (২৫), সুয়েব (২২), ওয়াতির (২৬) ও সুলতান খাঁ (৪৮)।
    উল্লেখ্য,মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমীর  মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ডাদেশের প্রতিবাদে জামায়াতের ডাকা দ্বিতীয় দিনে গত রোববার ভোর সোয়া ৫টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের মদিনা মার্কেট কালিবাড়ী রোডের মুখে জামায়াত-শিবির নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে।  এ সময় জামায়াত-শিবির নেতাকর্মীদের পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। তখন পুলিশ দুই রাউন্ড গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।