সিলেটে কলেজ শিক্ষার্থী ও মাইক্রোবাস চালকদের মধ্যে সংঘর্ষ

    0
    190

    আমারসিলেট24ডটকম,২১অক্টোবরঃ সিলেটে সিটি কলেজ ছাত্র ও মাইক্রোবাস চালকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় নগরীর মেন্দিবাগ এলাকায় সিলেট সিটি কলেজ ছাত্র ও মাইক্রোবাস চালকদের মধ্যে এ সংঘর্ষ হয়। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে সিলেট পুলিশ শতাধিক রাউন্ড গুলি ছুঁড়েছে বলে জানা যায়।পুলিশ ঘটনাস্থল থেকে ১৮ জনকে আটক করেছে। সে সময় পথচারিসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষে আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতাল ও নগরীর বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এক ছাত্রীকে নিয়ে কলেজে আড্ডা দেয়ায় অন্য ছাত্রদের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। হাতাহাতির একপর্যায়ে ছাত্রদের ছুঁড়া একটি ঢিল পার্শ্ববর্তী ষ্ট্যান্ডে রাখা মাইক্রোবাসে পড়লে গাড়ির গ্লাস ভেঙে যায়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে পরিবহন শ্রমিকরা ছাত্রদের প্রথমে ধাওয়া করেন। এরই জের ধরে ছাত্ররা ব্যাপক ভাঙচুর করে। এতে প্রায় ৩০টি কার-মাইক্রোবাস ভাঙচুর করেছে বলে দাবি করছে শ্রমিক নেতারা।
    এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করলে সিটি কলেজের ছাত্ররা শ্রমিকদের উপর হামলা করে। জবাবে শ্রমিকরাও পাল্টা হামলা চালায়। এসময় তারা আইন মহাবিদ্যালয় ক্যাম্পাস থেকে সিটি কলেজ ক্যাম্পাসে ইটপাটকেল ছুঁড়ে ভাঙচুর করে।
    মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার রহমত উল্ল্লার সূত্রে জানা যায় তিনি বলেন,সংঘর্ষ থামাতে পুলিশ প্রায় শতাধিক রাউণ্ড গুলি ছুঁড়েছে। ঘটনাস্থল থেকে ১৮ জনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন,পার্শ্ববর্তী আইন মহাবিদ্যালয়ে আড্ডা দিতে গিয়ে সিটি কলেজের ছাত্রদের মধ্যে হাতাহাতির জের ধরে গাড়ি ভাঙচুরের ঘটনায় শ্রমিকদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে কলেজের ছাত্ররা।