সিলেটে অবিলম্বে ৭.৫% বাতিলের দাবিতে মিছিল সমাবেশ

    0
    189

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯আগস্ট,আমানুল হকঃ শিক্ষাই জাতির মেরুদন্ড ,এই দন্ডের দ্বন্ধে দন্ডিত ছাত্রসমাজ আজ শিক্ষার বেসরকারিকরণ বাণিজ্যিকী-করণের নির্মম শিকার । একদিকে পাবলিক ভার্সিটিতে বে-সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তাদের দাবি শিক্ষা কোন পন্য নয় শিক্ষা আমাদের অধিকার তাই ভেটের মানে লুটতরাজ চলবে না। ইতিহাস বলে ছাত্রদের শিক্ষা আন্দোলন কখনো সীমিত সংখ্যক আসনের বিপরীতে প্রাইভেট ভার্সিটিতে উচ্চমূল্যে কিনতে হয়উচ্চশিক্ষা । সেই উচ্চমূল্যের শিক্ষার উপরেও এই অর্থবছরের বাজেটে ৭.৫% ভ্যাট আরোপ করাহল ।

    এই অতিরিক্ত ভ্যাটের প্রভাব ইতিমধ্যেই ঢাকা চট্রগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে শুরু করেছে ।আগামীতে ভ্যাটের পরিমাণ বৃদ্ধিপেলে দুর্ভোগে পড়তে হবে দেশের১৬০ টি বেসরকারী বিশ্ববিদ্যালয় ,মেডিকেল এবং ইন্জিনিয়ারিং কলেজের ৪ লক্ষাধিক শিক্ষার্থীকে ।

    তাই অর্থমন্ত্রীর এই রক্তচোষা নীতির বিরুদ্ধে রুখে দাড়ানোর লক্ষে সিলেটের কেন্দ্রীয় শহীদমিনার থেকেএক বিশাল মিছিল বের করে ব্যার্থ হয়নি ।৬২ এর শিক্ষা আন্দোলন ,৮৩ এর স্বৈরাচার প্রতিরোধ আন্দোলনে ছাত্রদের স্লোগান আইয়ূব ,এরশাদের মত স্বৈরাচারী শাসকদের গদি কাঁপিয়ে দিয়েছিলো । ছাত্ররা অর্জন করেছিলো তাদের শিক্ষার অধিকার ।

    সেই আদর্শকে ধারণ করে  বিকাল সাড়ে চারটার এই মিছিল সমাবেশে ভ্যাট বাতিলের দাবিতে স্লোগান তুলে নগরির চার বিশ্ববিদ্যালয়ের  ছাত্র ছাত্রীরা,”শিক্ষা কোন পণ্য নয় শিক্ষা আমার অধিকার, তারা জানায় এ দাবি না মানলে সামনে আরো বড় কর্মসূচি ডাকবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।