সিলেটের রাবার শ্রমিকনেতা জয় মাহাত্ম কুর্মীর মুক্তি দাবি শ্রমিক সংঘের

    0
    207

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩০ডিসেম্বর সিলেটের মালনীছড়া রাবার শ্রমিক সংঘ রেজিঃনং চ্টঃ২৩৫৬-এর সভাপতি ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সদস্য জয় মাহাত্ম কুর্মীকে মিথ্যা মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা, প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ রেজিঃ নং বাঃজাঃফে-০৫ মৌলভীবজার জেলা শাখা।

    বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সভাপতি মোঃ নুরুল মোহাইমীন ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস এক যুক্ত বিবৃতিতে বলেন চা ও রাবার শ্রমিকদের জনপ্রিয় নেতা জয় মাহাত্ম কুর্মীর নেতৃত্বে রাবার শ্রমিকরা যখন চলতি মৌসুমে নতুন করে মজুরি বৃদ্ধির আন্দোলনের প্রস্তুতি নিছ্ছিল তখন মালিকগোষ্ঠি ও সরকার সমন্বিত হয়ে শ্রমিক আন্দোলন দমন করতে ষড়যন্ত্রমূলকভাবে বারবার জয় মাহাত্ম কুর্মীকে গ্রেফতার করে নির্য়াতন চালাচ্ছে।

    এর আগেও ২০০৪ সালে একটি মিথ্যা মামলায় ৫ মাস এবং ২০১৪ সালে ষড়যন্ত্রমূলক মামলায় একাধিকবার গ্রেফতার করে ৬ মাস কারাগারে আটক রাখা হয়। এরই অংশ হিসেবে গত ২৯ ডিসেম্বর বিকেল ৪ টার দিকে মালনীছড়া বাগানের অফিসের সামনে থেকে জয় মাহাত্ম কুর্মীকে পুলিশ গ্রেফতার করে।

    পৌর নির্বাচনের কারণে মিছিল সমাবেশের কর্মসূচিতে নিষেধজ্ঞা থাকায় জয় মাহাত্ম কুর্মীর মুক্তির দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ঘোষিত ৩০ ডিসেম্বরের দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করা হয়।