সিলেটের পুলিশ ক‌মিশনার গোলাম কিবরিয়ার বদ‌লী

    0
    446

    নূরুজ্জামান ফারুকী,বিশেষ প্রতিনিধি: সিলেট মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ ক‌মিশনার গোলাম কিব‌রিয়া‌ পিপিএম-কে বদ‌লি করা হ‌য়ে‌ছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রণাল‌য়ের এক প্রজ্ঞাপ‌নে এ বদ‌লির আ‌দেশ প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

    এই আ‌দে‌শে দে‌শের বি‌ভিন্ন জেলার আরও ১৭ জন‌কে বদ‌লি করা হয়।
    সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়াকে বদলি করে স্পেশাল সিকিউরিটি এন্ড প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন) ঢাকার উপ পুলিশ পরিদর্শক পদে পদায়ন করা হয়েছে। এদিকে সিলেট মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে বদলি করা হয়েছে স্পেশাল প্রোটেকশন ব্যাটেলিয়ানের (এসপিবিএন) ডিআইজি নিশারুল আরিফকে।

    গত ১১ অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ (৩৪) । পরে সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান। মারা যাওয়ার পর পুলিশ প্রচার করে ছিনতাই করা কালে গনপিটুনিতে মারা যায় রায়হান তবে তার পরিবারের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছিল পুলিশি নির্যাতনে মারা গেছে রায়হান।  এই ঘটনায় ১২ অক্টোবর রাতে অজ্ঞাতনামাদের আসামি করে পুলিশ হেফাজতে মৃত্যু আইনে সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন রায়হানের স্ত্রী।

    এই ঘটনার প্রতিবাদে আন্দোলনমূখড় হয়ে পরে সিলেট। এরপর থেকেই সিলেট মহানগর পুলিশকে নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। এই সমালোচনার মুখে  আজ মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়াকে বদলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।