সিলেটের তহুরা তাহসীন জীব বিজ্ঞানে বিশ্ব সেরা এওয়ার্ড পেল

    0
    479

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪ফেব্রুয়ারী,ছাতক প্রতিনিধিঃ সিলেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ছাত্রী তহুরা তাহসীন ওয়ার্ল্ড হাইয়েষ্ট এচীভার এওয়ার্ড পেয়েছে। ২০১৫সালের জানুয়ারী মাসে অনুষ্টিত ইন্টারন্যাশনাল জিসিএসই ও-লেভেল পরীক্ষায় জীব বিজ্ঞান বিষয়ে এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে।

    গত ৬ফেব্রুয়ারি ২০১৬ইং বৃটিশ কাউন্সিল এডুক্সাল কর্তৃক ঢাকাস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্টানে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এওয়ার্ড প্রদান করেন। এসময় ঢাকাস্থ বৃটিশ কাউন্সিলের উর্ধতন কর্মকর্তা, বিভিন্ন ক্যাটাগরিতে এওয়ার্ড প্রাপ্ত ছাত্র-ছাত্রী ও তাদের অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

    তহুরা তাহসীন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাণিজ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবদুল লতিফ ও স্কুল অব জয় সিলেটের প্রিন্সিপাল সুরাইয়া খানম সিমির ২য় কন্যা।

    সে ছাতক পৌরসভার তাতিকোনা মহল্লার সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আতাউর রহমান তালুকদার-আসিক মিয়ার নাতনী ও ফেঞ্জুগঞ্জ শাহজালাল ফার্টিলাইজার প্রজেক্টের উপ-প্রধান রসায়নবিদ মুহাম্মদ সাজ্জাদুর রহমানের ভাগনী। তহুরা তাহসীন সকলের কাছে দোয়া প্রার্থী।