সিলেটের কিশোরী মোহন বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

    0
    259

    মন ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে খেলাধূলার বিকল্প নেইঃযুগ্ম সচিব

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩০জানুয়ারীঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্থানীয় সরকারের সিলেট বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মতিউর রহমান বলেছেন, মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো সুস্থ থাকা। মন ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার বিকল্প নেই। অনেক সম্পদশালীর অসুস্থতার কারণে তার সম্পদ ভোগ করার সুযোগ নাই, কারণ সে অসুস্থ। আবার অনেকের কিছুই নেই তার মন ও শারীরিক সুস্থতার কারণে সুখ-শান্তিতে জীবন যাপন করছে। স্বাস্থ্যের প্রতি আমাদের সকলকে নজর রাখতে হবে, যাতে শরীরে কোন ধরণের অলসতা না আসতে পারে। তাই আমাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে।

    তিনি শনিবার কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি দেওয়ান গোলাম রব্বানী চৌধুরীর সভাপতিত্বে ও স্কুলের সিনিয়র শিক্ষিকা কামরুন নাহার শফিক ও আনোয়ারা বেগমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কাউন্সিলর শাহানারা বেগম, প্রধান অতিথির সহধর্মিনী অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী শেপী রহমান।

    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আহমেদ হান্নান, আনোয়ার হোসেন, আব্দুল হান্নান খান আনোয়ার, কৃষ্ণপদ দে, নাজেহা পারভীন, জামিনী সাংমা প্রমুখ।