সিরিয়ায় যুদ্ধ বিমানকে তুরস্ক কর্তৃক ভূপাতিতের নিন্দা

    0
    243

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৫নভেম্বর:বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি সিরিয়ায় জঙ্গী সন্ত্রাসী সংগঠন কথিত ‘ইসলামিক ষ্টেট’ উচ্ছেদে নিয়োজিত রাশিয়ার যুদ্ধ বিমান তুরস্ক কর্তৃক ভূপাতিত করার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, মার্কিন সা¤্রাজ্যবাদ কর্তৃক কৌশলে সৃষ্ট এই কথিত ‘ইসলামি ষ্টেট’ এখন বিশ্বব্যাপি নৃশংস হত্যাযজ্ঞ চালানোর কারণে উগ্র জঙ্গীবাদী সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। তাদের এই হত্যা হামলা থেকে কেউ বাদ যাচ্ছে না।

    গত এক বছর যাবৎ এই জঙ্গীবাদী সংগঠন নির্মূলে মার্কিন যুক্তরাষ্ট্র সহ কয়েকটি ইউরোপীয় রাষ্ট্র কাজ করলেও কোন সফলতা পায়নি। রাশিয়া স্ব-উদ্যোগে ‘আইএস’ বিরোধী অভিযানে নামলে সিরীয়া সুফল পেতে শুরু করেছে ঠিক তখনই তুরস্ক কর্তৃক ইচ্ছাকৃতভাবে রাশিয়ার বিমান ভূপাতিত করার পেছনে গভীর ষড়যন্ত্র কাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ‘আইএস’ নির্মূলে আন্তরিক নয়। তুরস্ক খোড়া যুক্তি দিয়ে বিমান ভূপাতিত করার পেছনে মার্কিন সা¤্রাজ্যবাদের মদদ রয়েছে বলে বিশ্বাস করার যথেষ্ট যুক্তি রয়েছে।

    বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন রাশিয়া ‘আইএস’ বিরোধী যুদ্ধ আন্তরিক বলে তাকে নিবৃত করার জন্যই তুরস্ক দ্বারা এই বিমান ভূপাতিতের ঘটনা ঘটালো। এটা চোরকে চুরি করতে বলা, গেরস্তকে ঘর সামলাতে বলার শামিল; রাশিয়া একে পেছনে থেকে ছুরি মারার ঘটনা হিসেবে অবিহিত করেছে।

    বিবৃতিতে তারা বলেন, মার্কিন সা¤্রাজ্যবাদ মধ্যপ্রাচ্যে তাদের নিয়ন্ত্রণ অব্যাহত রাখতে এই ধরনের সন্ত্রাসী সংগঠনকে জিইয়ে রাখতে চায়। ফলে ‘আইএস’ নির্মূলে রাশিয়া আন্তরিক হলেও মার্কিন সা¤্রাজ্যবাদ একে বাধাগ্রস্ত করতে পিছন থেকে এধরনের ছুরি মারার ঘটনা ঘটবেই।প্রেস বিজ্ঞপ্তি