সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো সিরিয়ার শান্তি আলোচনা

    0
    227

    আমারসিলেট24ডটকম,১৬ফেব্রুয়ারীঃ গতকাল সিরিয়ার সরকার এবং বিরোধীদের মধ্যে শান্তি আলোচনা শেষ হয়েছে কোনরকম সিদ্ধান্ত ছাড়াই। এজন্য জাতিসংঘের মধ্যস্থতাকারী লাখদার ব্রাহিমি সিরিয়ার জনগণের কাছে ক্ষমা চেয়েছেন।রবিবার দুপক্ষের সঙ্গে ব্রাহিমির বৈঠক ছিল শান্তি আলোচনাকে উদ্ধার করার সর্বশেষ প্রচেষ্টা।লাখদার ব্রাহিমি বলেছেন সিরিয়ার জনগণ আশা করছিলেন যে এ আলোচনার মাধ্যমে তারা সংকট থেকে বের হয়ে আসতে পারবে। অথচ এই ২ দফা আলোচনায় তেমন কিছুই অর্জিত হয়নি। তৃতীয় দফার আলোচনা কবে শুরু হবে তা নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

    এর আগে গতকাল সিরিয়ার প্রধান বিরোধীগোষ্ঠী বলে, সরকারের সঙ্গে এ শান্তি আলোচনার অগ্রগতির পথ রুদ্ধ। তারা এজন্য সরকারের যুদ্ধংদেহী মনোভাবকেই দায়ী করেছেন। আবার সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেন, বিরোধীদের আলোচ্যসূচি অবাস্তব। বিরোধীরা অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনা করতে চায়, যার মানে হচ্ছে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বাদ দেয়া। আর সরকার বলছে যে আসলে দৃষ্টিপাত করা উচিৎ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের দিকে।