সালুটিকর ডিগ্রী কলেজ অধ্যক্ষ চৌধুরীর ১ম মৃত্যু বার্ষিকি

    0
    266

    আমারসিলেট24ডটকম,০২ডিসেম্বরঃ বিশিষ্ট শিক্ষানুরাগী সালুটিকর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম আব্দুল খালিক চৌধুরীর ১ম মৃত্যু বার্ষিকি উপলক্ষে গত সোমবার কলেজ অডিটরিয়ামে স্মরন সভা, খতমে কোরআন, মিলাদ(দঃ)ও দোয়ার অয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ মুহাম্মদ শাকির উদ্দিনের সভাপতিত্বে ও হাফিজ নজমুল ইসলাম হাসান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ কলেজ গর্ভনিংবডির সভাপতি মো. ইব্রাহিম।

    তিনি বলেন, অধ্যক্ষ আব্দুল খালিক চৌধুরী আমাদের ছেড়ে গেলেও তার কর্ম গুনে সে আমাদের মাঝে বেচেঁ থাকবে চির দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুদরত উললাহ জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা নিজাম উদ্দিন, লালাবাজার আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, আঙ্গারজুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুজিবুর রহমান কামালী, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামছুল হক, আঙ্গারজুর জামে মসজিদের পেস ইমাম মাওলানা আব্দুল হান্নান, ছাত্র নেতা কামরুল হাসান।

    এছাড়াও বক্তব্য রাখেন কলেজ গর্ভনিংবডির অভিভাবক সদস্য রুহুল আমীন বাবুল, লালু মিয়া, আজীবন দাতা সদস্য জহুর আহমদ, মনির উদ্দিন, বিশিষ্ট মুরব্বি সুরুজ আলী, সাংবাদিক আনোয়ার হোসেন, প্রবাসী আব্দুল মুবিন, যুবসংগঠক আজিজুর রহমান, প্রভাষক আব্দুল হালিম, জয়নাল আবেদীন, সেলিম আহমদ, জামাল আহমদ, সুলেমান আহমদ, আব্দুল হামিদ, মাহমুদা খানম, মাহফুজুল করিম প্রমুখ। খতমে কোরআন তেলাওতে অংশগ্রহন করেন হাফিজ নজমুল ইসলাম হাসান, হাফিজ বুরহান উদ্দিন ও হাফিজ মাহবুবুর রহমান।

    সকাল ১১ টায় কলেজের অধ্যক্ষ, প্রভাষকবৃন্দ, ছাত্র ছাত্রী ও এলাকাবাসি মরহুম আব্দুল খালিক চৌধুরীর কবর জিয়ারত করতে উনার নিজগ্রাম আঙ্গারজরে যান, সেখানে মরহুমের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। মরহুম অধ্যক্ষ আব্দুল খালিক চৌধুরীর জীবন ও কর্ম শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

    এতে ১ম স্থান অর্জন করে অত্র কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মোঃ সিরাজুল ইসলাম, ২য় এনামুল হক চৌধুরী, ৩য় সাজিদা বেগম। কলেজের সার্বিক কল্যান কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচলনা করেন উপশহর জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা নিজাম উদ্দিন।