সারাদেশে ওয়ার্কার্স পার্টির ৩১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

    0
    193

    আমারসিলেট24ডটকম,০২ডিসেম্বরঃ  আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে ৩১টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থীরা। পার্টির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আনিসুর রহমান মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

    মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে রয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন (ঢাকা-৮), পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস (নড়াইল-১), ফজলে হোসেন বাদশা (রাজশাহী-২), হাফিজুর রহমান ভুইয়া (খুলনা-৫), নুর আহমদ বকুল (কুষ্টিয়া-৩), মাহমুদুল হাসান মানিক (দিনাজপুর-৩), পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ (সাতক্ষীরা-২), এ্যাড. শেখ হাফিজুর রহমান (নড়াইল-২), আনোয়ারুল হক বাবলু (জয়পুরহাট-২), করম আলী (ঢাকা-১), নজরুল ইসলাম (পাবনা-১), এ্যাড. আবু হানিফ (চট্টগ্রাম-৮), সিরাজুল ইসলাম শেখ (চুয়াডাঙ্গা-২), রবীন্দ্রনাথ সরেন (দিনাজপুর-৫), জেলা নেতা কমরেড ইব্রাহিম খলিল (নাটোর-১), আফসার আলী (দিনাজপুর-৫), মিজানুর রহমান মিজান (নাটোর-৩), গোলাম নওজব চৌধুরী পাওয়ার (টাঙ্গাইল-৭), অধ্যাপক ইয়াসিন আলী (ঠাকুরগাঁও-৩), এ্যাড. ইমরান হোসেন চৌধুরী (ঠাকুরগাঁও-১), কাজী মাজিরুল ইসলাম লিটন (রংপুর-৪), দিদারুল আলম চৌধুরী (চট্টগ্রাম-৩), এ্যাড. আবু বক্কর সিদ্দীকী (যশোর-৬), আসাদুজ্জামান (ঝিনাইদহ-১), মোস্তফা আলমগীর রতন (ঝিনাইদহ-৪), এ্যাড. ফিরোজ আলম (পিরোজপুর-২), এ্যাড. শেখ মোঃ টিপু সুলতান (বরিশাল-৩), মোশাররফ হোসেন মাতুব্বর (মাদারীপুর-২), আব্দুল হক (দিনাজপুর-১) এনামুল হক সরকার (দিনাজপুর-৪) এবং মাসুকুল হক মুরাদ (টাঙ্গাইল-৬)।