সাবেক সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর মৃত্যুবার্ষিকী

    0
    246

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪সেপ্টেম্বর,আলী হোসেন রাজনঃ   সাবেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযুদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবীদ সৈয়দ মহসীন আলীর ২য় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মৌলভীবাজারে পারিবারিক ও দলীয়ভাবে নানা আয়োজনে পালিত হচ্ছে তাঁর ২য় মৃত্যুবার্ষিকী।
    ১৪ সেপ্টেম্বর বৃহ¯প্রতিবার সকাল ১১টায় তাঁর নিজ জেলা মৌলভীবাজার শাহ্ মোস্তফা মাজারে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরিবারের সদস্য বৃন্ধ, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ,মৌলভীবাজার মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, সদর আওয়ামীলীগ, সদর স্বেচ্ছাসেবক লীগ, মোস্তফাপুর ইউপি আওয়ামীলীগ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
    এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর সহধর্মিণী মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন (এম.পি)। জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফিরুজ, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, যুগ্ম সমম্পাদক মসুদ আহমদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনখার আহমদ, আওয়ামীলীগ নেতা সৈয়দ নওশের আলী খোকন, জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল মালিক তরফদার সোয়েব, প্রবাসী কমিউনিটি নেতা মকিস মনসুর, সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মরহুমের কন্যা সৈয়দা সানজিদা শারমিন সহ পরিবারের সদস্য বৃন্দ এবং জেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
    শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় কবর জিয়ারত ও দোয়া করেন সবাই। পরিবারের উদ্যোগে তাদের দর্জির মহল বাসভবনে কুরআন তেলাওয়াত, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও এতিমদের খাবার বিতরন করা হয়। এ ছাড়া বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা করা হয়েছে।
    সৈয়দ মহসীন আলী মৌলভীবাজার-৩ আসনে দুবারের সংসদ সদস্য এবং মৌলভীবাজার পৌরসভায় পরপর ৩ বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করে গেছেন।
    উল্লেখ্য ,২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ মহসিন আলী মারা যান।