সাবেক রাষ্ট্রপতি নড়াইলের দাদাবাবু প্রণব মুখার্জির স্মরনে

    0
    261

    নড়াইল প্রতিনিধি: বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের ১৩ তম সাবেক রাষ্ট্রপতি ভারত রত্ন  পদ্মবিভষণ সম্মানে সন্মানিত নড়াইলের দাদাবাবু (জামাই ) প্রণব মুখার্জীর মৃত্যেুতে নড়াইলে রাষ্টীয় শোক কর্মসুচির সাথে সাথে বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে। আজ বুধবার বাংলাদেশ সরকারের রাষ্টীয় কর্মসুচির বিভিন্ন সরকারি বেসরকারি স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ সদর উপজেলা তুলারাম ইউনিয়নের শুভ্রা মূর্খাজী ফাউন্ডেশনের আয়োজনে প্রনব পত্নী শুভ্রামূর্খাজীর মামা বাড়ীর রাধা গোবিন্দ মন্দির চত্বরে প্রণব মুখার্জীর প্রতিকৃতিতে পুস্ফমাল্য অর্পন, শোক বইতে স্বাক্ষরসংক্ষিপ্ত স্মরন  সভা আত্মার শান্তি কামনা করে প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়াও  ভদ্রবিলা ইউনিয়নের ভদ্রবিলা গ্রামে প্রয়াত রাষ্ট্রপতির শ্বশুর বাড়ি শুভ্রা মুখার্জীর নিজ বাড়ির রাধা গোবিন্দ মন্দিরে প্রার্থনা অনুষ্টানের আয়োজন করা হয়।

    তুলারামপুরে জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী  কর্মকর্তা সালমা সেলিম,তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বুলবুল ইসমাম, শুভ্রা মুখার্জী ফাউন্ডেশনের পরিচালক অয়ন কুমার ঘোষ, প্রনব পত্নী শুভ্রামূর্খাজীর মামাতো ভাই কার্তিক ঘোষ, বিশ্বনাথ ঘোষসহ অনেকে সময় উপস্থিত ছিলেন।

     ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ২০১৩ সালের মার্চ বাংলাদেশে দিনের সফরে আসেন। মার্চ মঙ্গলবার শেষ দিনের কর্মসূচির মধ্যে ছিল শ্বশুরবাড়ি নড়াইলের ভদ্রবিলা গ্রামে বেড়ানো। ২০১৩ সালের মার্চ  সকাল সকাল ১০টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি হেলিক্যাপ্টারে  করে তিনি তার অসুস্থ স্ত্রী শুভ্রা মুর্খার্জী এবংএক কন্যাকে সাথে নিয়ে  নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন।  তারপর তিনি নড়াইলের মেয়ে স্ত্রী অসুস্থ শুভ্রা মুখার্জিকে নিয়ে গাড়ি যোগে ছুটে যান সদরের  বাঁশগ্রাম ইউনিয়নের ভদ্রবিলা গ্রামে শুভ্রা মুখার্জির পৈত্রিক ভিটায় তার শ্বশুরালয়ে। নড়াইলবাসী তাকে  জামাইবরণ করেজামাইকে ধান, দূর্বাঘাস, মঙ্গলপ্রদীপ, শঙ্খ এবং উলুধ্বনি দিয়ে বরণ করে নেন শ্বশুরালয়ের সদস্যরা। পরে নড়াইলের বিখ্যাত ক্ষিরের সন্দেশ, নারকেলের নাড়ু, ডাব, দেশি বরই, কুল বরই কলা দিয়ে অ্যাপায়ন করা হয়।