সাবেক এই ছাত্রনেতার দুটি কিডনিই অকেজো সাহায্যের দরকার

    0
    174

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০৯আগস্ট,নাহিদ হাসানঃ  সর্বদলীয় ছাত্রঐক্যের সাবেক শীর্ষনেতা ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও অনলাইন গনমাধ্যম বিডিভিউ২৪ ডট কমের চীফ রিপোর্টার মোতাহের হোসেন চৌধুরী রাশেদের দুটি কিডনিই অকেজো হয়ে গেছে।

    ফেনী জেলার কৃতি সন্তান মোতাহের হোসেন চৌধুরী রাশেদ,একজন পরিচ্ছন্ন রাজনীতিক।ত্রিপুরার প্রথম মুসলিম স্বাধীন নবাব শমসের গাজীর সপ্তম বংশধর তিনি।

    গত তিনমাস ধরে বিভিন্ন মেডিকেলে তার চিকিৎসা চলছেতিনি অধ্যাপক পরেশ কুমার পাহাড়ির তত্ত্বাবধানে ভারতের কলকাতার মেডিকো হসপিটালে চিকিৎসাধীন ছিলেন।সেখানেই তার নেফ্রোডাইটিস রোগ ধরা পরে।

    এছাড়াও তিনি ডাঃ নাইমা রহমানের পরমর্শে লিভার বিশেষজ্ঞ হাসান মাহমুদের তত্ত্বাবধানে ল্যাবএইড,ডাঃ কবির হোসেনের তত্ত্বাবধানে আল বারাকা মেডিকেল,ডাঃ আব্দুল হামিদের তত্ত্বাবধানে শমরিতা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন ছিলেন।

    বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম সেলিমের তত্ত্বাবধানে ধানমণ্ডি জেনারেল এন্ড কিডনি হসপিটালের ২০১ নং কেবিনে চিকিৎসাধীন।

    সর্বশেষ চিকিৎসা ব্যবস্থাপনা অনুযারী তার কিডনি ট্রান্সপ্লান্ট(প্রতিস্থাপন) প্রয়োজন।তার রক্তের গ্রুপ বি(পজিটিভ)।

    এমতাবস্থায় তার পরিবারের সদস্যরা,রোগীর সকল আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীসহ,মানবতাপ্রেমী সকলের প্রতি কিডনি ট্রান্সপ্লান্ট(প্রতিস্থাপন) সম্পর্কিত  সঠিক তথ্য প্রদান ও দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।

    আপনার সামান্য ভালোবাসা,সহানুভূতি ও সহযোগিতায় পারে একজন সৎ ও দেশপ্রেমিক সাবেক ছাত্রনেতাকে বাঁচাতে।

    প্রয়োজনে যোগাযোগঃ মোবাইলঃ০১৬৮৬-২৬৬৬৮৩/০১৮১৬৫২১৪৮২,ইমেইলঃ mhcrashed63@gmail.com