সাতক্ষীরার মানুষ দ্বিতীয় মুক্তিযুদ্ধে আরেকটি বাংলাদেশ অর্জন করেছেঃবাদশা

    0
    214
    আমারসিলেট24ডটকম.১০এপ্রিলঃ সাতক্ষীরা হলো মুক্তিযুদ্ধের বাংলাদেশ। সাতক্ষীরার মানুষ দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে পাওয়া আরেকটি বাংলাদেশ অর্জন করেছে। সাতক্ষীরাকে ঘাতকদের হাত থেকে মুক্ত করতে যারা প্রাণ দিয়েছেন তারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। তাদের এ আত্নদান ইতিহাসে স্মরণযোগ্য হয়ে থাকবে। আজ সাতক্ষীরায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাতক্ষীরা জেলা সম্মেলন উদ্বোধনকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর অন্যতম সদস্য ফজলে হোসেন বাদশা এমপি একথা বলেন।
    বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা সম্মেলন আজ বৃহস্পতিবার বেলা ১২টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা (তালা-কলারোয়া)-১ আসনের সংসদ সদস্য জেলা ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সম্পাদক অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সম্পাদক অধ্যাপক সাবীর হোসেন। সম্মেলন পরিচালনা করেন পার্টির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু। শোক প্রস্তাব পাঠ করেন স্বপন কুমার শীল। জাতীয় ও আন্তর্জাতিক সঙ্গীত পরিবেশনার মধ্যদিয়ে সম্মেলন সূচিত হয়।
    সম্মেলন উপলক্ষ্যে শহরে বর্ণাঢ্য র‌্যালী, কলারোয়া থেকে সাতক্ষীরা পর্যন্ত মটর সাইকেল র‌্যালী, ছাত্রমৈত্রী, যুবমৈত্রী, জাতীয় শ্রমিক ফেডারেশন, জাতীয় কৃষক সমিতি, খেতমজুর ইউনিয়ন, নারী মুক্তি সংসদ পৃথক পৃথক র‌্যালী বের করে। জেলা গণশিল্পী সংস্থা জেলা শাখার সাংস্কৃতিক কর্মীরা গণসঙ্গীত পরিবেশন করে।
    সম্মেলনে ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবির জাহিদ বলেন, ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরায় বিকশিত হয়েছে মৌলবাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী, গডফাদার সন্ত্রাসী, ভূমিদস্যুতা ও জলাবদ্ধতা বিরোধী গৌরবোউজ্জল সংগ্রামের মধ্য দিয়ে। তিনি কপোতাক্ষ নদ, পাখিমারা বিল সমস্যা সমাধান সহ সব নদীখাল সমাধান এবং সুন্দরবন রক্ষার দাবি জানান।

    সভাপতির বক্তব্যে সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ বলেন, স্বাধীনতা পরবর্তী সুদীর্ঘ সময় সামরিক, স্বৈরতান্ত্রিক শাসনের ছত্রছায়ায় সামরাজ্যবাদের পৃষ্ঠপোষকতা ও ধর্মান্ধ মৌলবাদী চক্রের হিংস্র থাবায় মুক্তিযুদ্ধের চেতনা বিরুদ্ধ পথে পরিচালিত দেশকে মুক্তি যুদ্ধের চেতনায় লালিত পথে ফিরিয়ে আনার এক বিশেষ ক্রান্তিকালে সাতক্ষীরা পার্টিও সপ্তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি কাজী রিয়াজ, সিপিবির জেলা সভাপতি আবুল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইনামুল হক।

    সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির নেতা উপাধ্যক্ষ মহিবল্লাহ মোড়ল, উপাধ্যাক্ষ ময়নুল হাসান, অধ্যাপক রফিকুল ইসলাম,আব্দুল জলিল মোড়ল, নাসরিন খান লিপি, মাষ্টার আব্দুর রউফ,অজিত মন্ডল,মফিজুল হক জাহাঙ্গীর, অ্যাডভোকেট আল মাহমুদ পলাশ,সাদিকুর রহমান, প্রভাষক শুভাশীষ পাল প্রমুখ।