সাতকানিয়ায় প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত-১

    0
    231

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৩০ডিসেম্বরঃ বুধবার সকাল ৮টায় ভোট শুরুর আড়াই ঘণ্টার মাথায় ৯ নম্বর ওয়ার্ডে সাতকানিয়া সরকারি কলেজ হোস্টেলের পূর্ব পাশে কাউন্সিলর পদপ্রার্থী মোজাম্মেল হক ও মনিরুল ইসলামের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

    চট্টগ্রাম জেলা পুলিশের এসপি কেএম হাফিজ আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেন্দ্র থেকে দেড় কিলোমিটার দূরে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে গুলিতে একজন নিহত হয়েছে।”

    নিহত মোহাম্মদ নুরুল আমিন (৪৭) সাতকানিয়ার গোয়াজর পাড়ার আবদুর রহিমের ছেলে। কক্সবাজারের মহেশখালীতে তার একটি লেপ-তোষকের দোকান রয়েছে।

    নিহতের চাচাতো ভাই আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নুরুল ভোট দেওয়ার জন্য বাড়িতে এসেছিলেন।

    ওই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোজাম্মেল হক ও মনিরুল ইসলাম দুজনেই আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত বলে স্থানীয়রা জানান।

    নিহত নুরুল তাদেরই একজনের সমর্থক বলে শোনা গেলেও চট্টগ্রামে বিএনপির নির্বাচনী মনিটরিং সেলের সদস্য সচিব ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার তাকে নিজেদের কর্মী বলে দাবি করেছেন।

    এ ভোটের রিটার্নিং কর্মকর্তা সাতকানিয়ার ইউএনও মোহাম্মদ উল্লাহ বলেন, তারা গুলির শব্দ পেয়েছেন। পুলিশ বিষয়টি খোঁজ নিয়ে দেখছে।বিডি নিউজ