সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল সংসদে পেশ করলেন তথ্যমন্ত্রী

    0
    275

    আমারসিলেট24ডটকম,০২এপ্রিলঃ বাংলাদেশের সাংবাদিকদের কল্যাণের জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল সংসদ অধিবেশনে পেশ করা হয়েছে। বিলটি ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রস্ট আইন-২০১৪’ নামে অভিহিত হবে। আজ বুধবার ১০ম জাতীয় সংসদের অধিবেশনে বিলটি তোলেন  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। তারা পরীক্ষা-নিরীক্ষা করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে।বিলের উদ্দেশ্য ও কারণ প্রসঙ্গে বলা হয়েছে, বাংলাদেশের অসুস্থ, অসচ্ছল ও আহত সাংবাদিকদের মধ্যে এবং নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের অনুকূলে নিয়মিতভাবে সহায়তা ভাতা/অনুদান প্রদান ও তাদের কল্যাণসাধনের জন্য একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো প্রয়োজন। ওই প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের লক্ষ্যে “বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪” শীর্ষক বিলটি আইনে পরিণত করা আবশ্যক বলে তা বিবেচনা ও অনুমোদনের জন্য জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।